মডার্নার করোনা টিকায় আবারও অদ্ভূত বস্তু শনাক্তের দাবি করেছে জাপান। দেশটির কানাগাওয়া এলাকার গবেষকরা এই দূষণ খুঁজে পেয়েছেন বলে আজ বুধবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এ নিয়ে জাপানে মডার্নার ভ্যাকসিনে দ্বিতীয়বারের মত কালো কণা শনাক্তের খবর এলো। এর আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে এই টিকায় ক্ষুদ্র ও কালো পদার্থ খুঁজে পাওয়ার কথা জানিয়েছিলেন দেশটির কর্মকর্তারা।
গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) ভ্যাকসিনটিতে দ্বিতীয় দফায় দূষণ খুঁজে পাওয়ায় ওই চালানের বাকি টিকাগুলো আপাতত প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে তার আগেই ওই চালান থেকে তিন হাজার ৭৯০ জনকে টিকা দেওয়া হয়ে গেছে।
গতকাল জাপানের কানাগাওয়া এলাকার প্রশাসনিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আরও বেশি সংখ্যক মানুষের মাঝে মাডার্নার টিকা ব্যবহারের আগে সেটিতে অদ্ভূত কোনো বস্তুর উপস্থিতি রয়েছে কি না তা পরীক্ষারর সময় একটি শিশিতে কয়েকটি কালো কণার সন্ধান পেয়েছেন গবেষক।
এরপরই যে লট থেকে শিশিটি সংগ্রহ করা হয়েছিল সেই লটে থাকা মডার্নার সকল টিকার প্রয়োগ ওই এলাকায় স্থগিত করা হয়েছে। এর আগের দফায় মডার্নার ভ্যাকসিনে দূষণ পাওয়ার ঘটনায় ভ্যাকসিনটির ২৬ লাখ ডোজ প্রয়োগ স্থগিত করেছিলো জাপান।
এদিকে টিকায় দূষিত উপাদান পাওয়ার পর গত বৃহস্পতিবার জাপানের ৮৬৩টি টিকাকেন্দ্রে সরবরাহ করা মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজের প্রয়োগ স্থগিত করা হয়। ওই সময় ৫ লাখ ৬০ হাজার ভায়ালের একটি ব্যাচের কিছু ডোজে ‘অন্য উপাদান’ পাওয়ার পর তাকেদা ফার্মাসিউটিক্যালস টিকাটির তিনটি ব্যাচের সরবরাহ স্থগিত রেখেছিল।
এরপর গত শনিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে, মডার্নার করোনা টিকা নেওয়ার পর দেশটিতে সম্প্রতি দু’জন মারা গেছেন। মৃত ওই দুই ব্যক্তি যে লট থেকে টিকা নিয়েছিলেন পরে সেগুলো পরীক্ষা করে দূষিত বলে শনাক্ত করা হয়। এরপরই দেশের অনেক এলাকায় মডার্নার টিকা প্রয়োগ স্থগিত করা হয়।
বিশ্ব অলিম্পিকের পর প্যারাঅলিম্পিক গেমসের আয়োজনকারী দেশ জাপান কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু দেশটির টিকাদান কর্মসূচী তুলনামূলক ধীর গতিতেই এগোচ্ছে, এখন পর্যন্ত টিকার দুটি ডোজই পেয়েছেন ৪০ শতাংশের কিছু বেশি আর এক ডোজ পেয়েছেন প্রায় ৫০ শতাংশ জাপানি।
যদিও মঙ্গলবার জাপানের স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রশাসনিক এলাকা ওকিনাওয়ায় টিকায় অন্য উপাদান পাওয়া যাওয়ার কারণ ছিল ভায়ালে ভুলভাবে সুঁচ ঢোকানো। তবে সে বিষয়ে সাবধানতার পরেও আবারও একই ঘটনা সন্দেহের সৃষ্টি করেছে প্রবল। এবার এ বিষয় তদন্ত দ্রুত দরকার বলে মনে করছনে সংশ্লিষ্টরা।
এসডব্লিউ/এমএন/ডব্লিউজেএ/১৯১৮
আপনার মতামত জানানঃ