মডার্না ও ফাইজার-বায়োএনটেকের টিকা ভারতের উদ্বেগজনক করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা।
করোনাভাইরাসের ভারতীয় ধরন বি.১.৬১৭.২ অনেক বেশি সংক্রামক বলে একে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে যুক্তরাজ্য। সম্প্রতি ধরনটি যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে। নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার হোয়াইট হাউসে কোভিড-১৯ নিয়ে ব্রিফিংয়ে দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলেছেন, সাম্প্রতিক সময়ে একাধিক গবেষণার তথ্য অনুযায়ী, করোনার বিভিন্ন ধরনের বিরুদ্ধে ছয় মাস পর্যন্ত টিকার ফলে সৃষ্ট অ্যান্টিবডি কার্যকর থাকে। সংক্রমণ ও মারাত্মক অসুস্থতার বিরুদ্ধে কার্যকারিতার উৎসাহজনক তথ্য পাওয়া গেছে।
ফাউসি বলেন, প্রাথমিক তথ্যে দেখা গেছে, দুই ডোজের যেসব টিকা ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে, সেগুলো ভারতীয় করোনার ধরন ও অন্যান্য ধরনের বিরুদ্ধে আংশিক ও সম্ভাব্য সুরক্ষা দিতে পারে। তিনি আরও বলেন, এটি বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের অন্য একটি উদাহরণ। এ কারণেই আমাদের টিকা নিতে হবে এমন একটি কারণ নির্দেশ করে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ভারতীয় করোনার ধরন যুক্তরাজ্যে প্রভাবশালী স্ট্রেইন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। করোনার এ ধরন ঠেকাতে দেশটিতে নানা প্রতিরোধমূলক প্রচেষ্টা নেওয়া হচ্ছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘যদি ভাইরাসটি অনেক বেশি সংক্রমিত করতে শুরু করে, আমরা সম্ভবত কঠিন পরিস্থিতির মুখেই পড়তে পারি। আমাদের উন্নতির পথে মারাত্মক বাধা হয়ে উঠতে পারে।’
মডার্না সম্প্রতি তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল ঘোষণা করেছে। এতে দেখা গেছে, টিকার তৃতীয় আরেকটি ডোজ নিলে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় করোনার যে ধরন দেখা গেছে, তার বিরুদ্ধে কার্যকারিতা বেড়ে যায়।
এদিকে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রায় ২০ হাজার ডোজ পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৯ মে) বিবিসির খবরে বলা হয়, পুড়িয়ে ফেলা টিকাগুলো মেয়াদোত্তীর্ণ ছিল । এতে বলা হয়, দেশটি ১৯ হাজার ৬১০ ডোজ করোনার টিকা প্রকাশ্যে পুড়িয়ে দিয়েছে।
দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জনগণকে এটি বুঝতে চেয়েছেন এখন যে টিকাগুলো আছে এগুলো নিরাপদ। মেয়াদোত্তীর্ণ টিকাগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরাই সর্বপ্রথম আফ্রিকার দেশ যারা প্রকাশ্যে মেয়াদোত্তীর্ণ টিকা আগুনে পুড়ালো।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে প্রাথমিকভাবে মেয়াদোত্তীর্ণ ডোজগুলো ধ্বংস না করার জন্য অনুরোধ করা হয়েছিল। তবে এখন তারা তাদের পরামর্শ পরিবর্তন করেছে। মালাউইতে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে মানুষের মাঝে উৎসাহ কম। এখন দেশটির স্বাস্থ্যকর্মীরা আশা করছেন, এই পদক্ষেপের ফলে জনগণের মধ্যে আস্থা বাড়বে।
প্রায় ১৮ মিলিয়ন জনসংখ্যার দেশ মালাউই। দেশটিতে এখন পর্যন্ত ৩৪ হাজার ২৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন এক হাজার ১৫৩ জন।
এসডব্লিউ/এমএন/ এফএ/১২৪০
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগীতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ