দায়িত্ব নেয়া তালেবান সরকারের শিক্ষামন্ত্রী শেখ মৌলভী নরুদ্দিন মুনির বলেছেন, পিএইচডি আর মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই। আজ বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা এ খবর জানা গেছে।
নব নিযুক্ত শিক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানে পিএইচডি আর মাস্টার্স ডিগ্রির কোনো মূল্যই নেই। কারণ মোল্লাদের এসব ডিগ্রি না না থাকলেও তারা সবচেয়ে বেশি ক্ষমতা রাখে।
তিনি বলেন, আজকের দিনে পিএইচডি আর মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই। মোল্লা আর তালেবান নেতারা ক্ষমতায় এসেছে। তাদের পিএইচডি, মাস্টার্স কিংবা হাইস্কুলের ডিগ্রিও নেই। তারপরও তারা সবচেয়ে বেশি ক্ষমতা রাখে আর তারাই ‘সর্বশ্রেষ্ঠ’।
এর আগে গত সোমবার তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান জুড়ে শিক্ষার্থীরা প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করে। কোনও কোনও ক্ষেত্রে নারী ও পুরুষ শিক্ষার্থীদের পর্দা টানিয়ে কিংবা বোর্ড দিয়ে আলাদা করে বসিয়ে শুরু হয়েছে ক্লাস।
আফগানিস্তানের নারীরা শুধু হিজাব পরে মুখ খোলা রেখেই শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অংশ নিতে পারবে বলে এর আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে নতুন নির্দেশনা জারি করেছে তালেবান।
তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় ওই নির্দেশনায় আরও বলেছে, নারী শিক্ষার্থীদের ক্লাস অবশ্যই নারী শিক্ষকরা নেবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে। নারী শিক্ষক না থাকলে সচ্চরিত্রের বয়স্ক পুরুষ শিক্ষকরাও পড়াতে পারেন।
এমনকি নারী ও পুরুষ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ঢোকা ও বের হওয়ার পথও আলাদা হতে হবে ওই নির্দেশনায় জানানো হয়েছে।
কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান ইসলামিক আইন অনুযায়ী নারী অধিকারকে সম্মান জানানোর প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এর বাস্তবায়ন কেমন হবে তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে।
আফগানিস্তানের বড় শহর কাবুল, কান্দাহার এবং হেরাতের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক এবং শিক্ষার্থীরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ক্লাসে নারীদের আলাদা করা হচ্ছে, আলাদাভাবে পড়ানো হচ্ছে কিংবা ক্যাম্পাসের নির্দিষ্ট এলাকায় তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
কাবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২১ বছরের আনজিলা বলেন, ‘ক্লাসে পর্দা টানানো গ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, ‘ক্লাসে ফেরার পর আমার সত্যিই খুব খারাপ লেগেছিল… আমরা ধীরে ধীরে ২০ বছর আগে ফিরে যাচ্ছি।’ তিনি জানান, তালেবান শাসনের আগেও নারী ও পুরুষ শিক্ষার্থীরা আলাদা বসলেও পর্দা টানানো হতো না।
আফগানিস্তানের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি অ্যাসোসিয়েশন ক্লাস চালুর বেশ কিছু গাইডলাইন দিয়েছে। এতে নারী শিক্ষার্থীদের হিজাব পরা এবং আলাদা প্রবেশ পথের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, নারী শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষকের ব্যবস্থা করতে হবে। তা সম্ভব না হলে তাদের জন্য আলাদাভাবে ছোট ক্লাসরুমে পর্দা টানিয়ে পড়াতে হবে।
অনেক দশক ধরে ঐতিহ্যবাহী আফগানি বোরকা বিশ্বে আফগান নারীদের পরিচয় বহন করে আসছে। ঐতিহ্যবাহী এই বোরকা অধিকাংশ সময় নীল রঙের হয়ে থাকে। ভারী কাপড়ে বানানো এই বোরকা এমন ভাবে নকশা করা হয় যেন পরিধানকারীর পা থেকে মাথা পর্যন্ত ঢাকা থাকে।
প্রসঙ্গত, ১৫ আগস্ট কাবুল দখলে নেওয়ার প্রায় তিন সপ্তাহ পর নতুন সরকার গঠন করেছে তালেবান। আর এ সরকার কীভাবে দেশ চালাবে তা নিয়ে গোষ্ঠীটির শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা স্পষ্ট বার্তা দিয়েছেন।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, আমি দেশবাসীকে নিশ্চিত করছি যে, নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশে ইসলামি শাসন ও শরিয়াহ আইন অনুসরণ করার ব্যাপারে কঠোরভাবে কাজ করবেন। নতুন নেতৃত্ব ‘দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন’ নিশ্চিত করবে। লোকজনের দেশত্যাগ করার চেষ্টা করা উচিত হবে না।
এ ছাড়া আখুন্দজাদা বলেন, কোনো ব্যক্তির সঙ্গে ইসলামিক আমিরাতের কোনো সমস্যা নেই। আপনারা সবাই এ শাসনব্যবস্থা ও আফগানিস্তানকে শক্তিশালী করতে অংশগ্রহণ করবেন এবং এভাবে আমরা আমাদের যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করব।
এসডব্লিউ/এমএন/এসএস/১৭৪২
আপনার মতামত জানানঃ