দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ডের পর পাকিস্তানের লাহোর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে আদালতের রায় ঘোষণার পর লাহোরের জামান পার্কের বাসভবন থেকে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেপ্তার করে। পিটিআই-এর পাঞ্জাব শাখা এক টুইটে জানায়, ‘ইমরান খানকে কোট লাখপত কারাগারে নেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। আজ শনিবার (৫ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তোশাখানার উপহার বিক্রি করে অর্জিত অর্থের তথ্য প্রকাশ না করায় তাকে দোষী সাব্যস্ত করেছেন ইসলামাবাদের একটি আদালত। যদিও এ দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী।
এদিকে, ইতোমধ্যেই লাহোরে নিজ বাসভবন থেকে ইমরানকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ। বার্তাসংস্থা রয়টার্সকে শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী ইন্তাজার হোসেন পাঞ্জুথা।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, তোশাখানা উপহারের তথ্য গোপন করার অপরাধে ইমরান খানকে তিন বছরের কারাদণ্ডসহ ১,০০,০০০ রুপি জরিমানার রায় দিয়েছে ইসলামাবাদের একটি বিচারিক আদালত।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার রায় দেন।
এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলায় দোষী প্রমাণিত হলে আসন্ন নভেম্বরের প্রথম দিকে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ইমরান খানের অংশগ্রহণের সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে।
সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন ইমরান।
পাকিস্তান নির্বাচন কমিশনের করা এই মামলায় ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোষাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।
আজ মামলার রায় দেওয়ার সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসআই) হুমায়ুন দিলাওয়ার বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। ইমরান খান নির্বাচন কমিশনে ইচ্ছাকৃতভাবে ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। দুর্নীতিচর্চায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
বিচারক নির্বাচন আইনের ১৭৪ ধারায় পিটিআইয়ের প্রধানের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ডের রায় দেন।
আইনে বলা আছে, কোনো ব্যক্তি দুর্নীতিচর্চায় দোষী সাব্যস্ত হলে তিনি দণ্ডিত হবেন। তাঁকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা এক লাখ রুপি অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া যেতে পারে।
আদালতে মামলার রায় শুনানি শুরু হয় স্থানীয় সময় সকাল সাড়ে আটটায়। এ সময় বিচারক ইমরান খান বা তাঁর আইনজীবীরা আদালতে উপস্থিত না থাকায় বার বার অসন্তোষ প্রকাশ করেন। তিনি ইমরানের আইনজীবীদের আদালতে হাজির হয়ে তার পক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথা বলেন।
তবে আদালতে ইমরানের কোনো আইনজীবী না আসায় শেষ পর্যন্ত বিচারক বেলা সাড়ে ১২ টার দিকে রায় ঘোষণা করেন।
এর আগে তোশাখানা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আদালতে কেবল আইনজীবীদের ঢুকতে দেওয়া হয়।
গত ৯ মে গ্রেপ্তার হওয়ার পর পিটিআই চেয়ারম্যান আজ শনিবার দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হলেন। আল–কাদির ট্রাস্ট মামলায় তখন ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
এসডব্লিউএসএস/১৬২০
আপনার মতামত জানানঃ