সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট ডোনাল্ড ট্রাম্প ডটকম হ্যাক করেছেন তুরস্কের এক হ্যাকার। ট্রাম্পের ওয়েবসাইট হ্যাক করে সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বক্তব্য প্রচার করা হয়েছে এবং একইসাথে কোরআনের আয়াত প্রচার করা হয়েছে। ট্রাম্পের ওয়েবসাইট ‘ডোনাল্ড ট্রাম্প ডটকম’ হ্যাক করে এই ঘটনা ঘটানো হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সোমবার এই হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
রুতআইলদিজ নামে এক তুর্কি নাগরিক দাবি করেছেন, তিনিই ডোনাল্ড ট্রাম্পের ওই ওয়েবসাইট হ্যাক করেছেন। সেখানে তিনি ট্রাম্পের বক্তব্য সরিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বক্তব্য তুলে ধরেন।
তুর্কি ভাষায় লেখা এক বার্তায় তিনি বলেছেন, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হইও না, আল্লাহ নিজেই তাদের ভুলিয়ে দেন।
সম্প্রতি এক ভাষণে কুরআনের এ বাণী উদ্ধৃত করেছিলেন এরদোগান।
সিএনএন বলছে, সোমবার ট্রাম্পের ওয়েবসাইটের একটি সাব-ডোমেইনে ভিজিটররা একটি বিশেষ মেসেজ (বার্তা) দেখতে পাচ্ছিলেন। তুর্কি হ্যাকার পরিচয় দিয়ে সেখানে কোনো ব্যক্তি এই বার্তাটি লিখে দেন।
ওয়েবসাইট হ্যাক করে লেখা বার্তাটি হচ্ছে, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হইও না, আল্লাহ নিজেই তাদেরকে ভুলিয়ে দেন। এর নিচে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তব্যের একটি লিংক যুক্ত করা হয়। সম্প্রতি এক ভাষণে পবিত্র কুরআনের এই বাণী উদ্ধৃত করেছিলেন এরদোয়ান।
এদিকে রুতআইলদিজ নামে এক তুর্কি নাগরিক দাবি করেছেন, তিনিই ডোনাল্ড ট্রাম্পের ওই ওয়েবসাইট হ্যাক করেছেন। এছাড়া ট্রাম্পের ওয়েবপেইজে হ্যাকারের ইনস্টাগ্রাম ও ফেসবুক আইডির লিংক দেওয়া হয়েছে।
ইন্টারনেট আর্কাইভ অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইটের অংশটি প্রতিস্থাপন করা হয় ৮ অক্টোবর, সকালে। তবে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।
এটি একটি ধরনের হ্যাক— যা ‘ডিফেসমেন্ট’ নামে পরিচিত; যেখানে একজন একটি ওয়েবসাইটে অ্যাক্সেস নেন এবং এটি তার নিজস্ব কনটেন্ট দিয়ে প্রতিস্থাপন করেন। এই হ্যাকগুলো অত্যাধুনিক নয় এবং কোনো সংস্থার সংবেদনশীল কম্পিউটার সিস্টেমে অ্যাক্সেস করাও নয়।
রুতআইলদিজ অবশ্য পুরনো হ্যাকার এবং আমেরিকানদের কাছেও পরিচিত। কারণ ২০২০ সালে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইট ভোট.জোবাইডেন ডটকম হ্যাক করেছিলেন তিনি।
সেখানে এক বার্তায় তিনি লিখেছিলেন, আমরা হচ্ছি সেই সব লোক যারা ১৫ জুলাই রাতে শক্ত হাতে ট্যাংকের গতিরোধ করেছিলাম। ওই রাতে আমরা মৃত্যুকে হত্যা করেছি।
এ কথার মধ্য দিয়ে হ্যাকার ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করেছেন।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ২০২১ সালের মার্চের প্রতিবেদনে এ ঘটনাকে ‘২০২০ সালের মার্কিন নির্বাচনে প্রভাবিত বা হস্তক্ষেপের ব্যর্থ মুষ্টিমেয় অ্যাক্টিভিস্ট প্রচেষ্টার একটি’ বলে বর্ণনা করেছে।
এসডব্লিউ/এমএন/কেএইচ/২০২২
আপনার মতামত জানানঃ