যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষদের শোভাযাত্রা চলাকালে পিকআপ ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। ফ্লোরিডার উইলটন ম্যানরস শহরে স্থানীয় সময় শনিবার রাতে ওই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গত শনিবার এলজিবিটিকিউ সম্প্রদায়ের পক্ষ থেকে উইলটন ম্যানর্স স্টোনওয়াল প্রাইড শীর্ষক পদযাত্রার আয়োজন করা হয়। একটি সাদা রঙের পিকআপ অন্যান্য গাড়ির মতোই পদযাত্রায় অংশ নিয়েছিল। হঠাৎই চালক পিকআপের গতি বাড়িয়ে দেন এবং মিছিলের লোকজনের ওপর উঠিয়ে দেন। পরে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নার্সারিতে ঢুকে পড়ে। ঘটনার জন্য দায়ী পিকআপচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত দুজনকে স্থানীয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়।
চালকের উদ্দেশ্য জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ, কিন্তু শহরটির মেয়র ডিন ট্রানট্যালিস ঘটনাটিকে এলজিবিটিকিউ সম্প্রদায়ের ওপর ইচ্ছাকৃত হামলা আখ্যা দিয়েছেন। এদিকে ফোর্ট লডারডেলের সমকামী সংগঠনের প্রেসিডেন্ট জাস্টিন নাইট জানিয়েছেন, চালক এবং ঘটনায় নিহত ব্যক্তি দুজনই সংগঠনের সদস্য। এ দুর্ঘটনাকে তিনি দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেছেন।
এক বিবৃতিতে ফোর্ট লডারডেল পুলিশের গোয়েন্দা আলী অ্যাডামসন বলেছেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। আমরা সব সম্ভাবনা খতিয়ে দেখছি।’ ঘটনার বিষয়ে পুলিশ ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সঙ্গে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি
ম্যানরস শহরের পুলিশ বিভাগ টুইটবার্তায় বলে, ‘দুঃখজনক ঘটনার কারণে স্টনওয়াল প্রাইড প্যারেড বাতিল করা হয়েছে। তবে উৎসব ঘিরে অন্যান্য অনুষ্ঠান চলবে।’
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির নেতা ডেবি ওয়াসারম্যান শুলজ ওই শোভাযাত্রায় ছিলেন। নিজে অক্ষত রয়েছেন বলে টুইটবার্তায় জানান শুলজ। তবে ওই ঘটনায় একজনের মৃত্যু ও আরেকজন গুরুতর আহত হওয়ায় মর্মাহত হয়েছেন বলে জানান তিনি।
এদিকে যুক্তরাজ্যে লেসবিয়ান, গে, বাইসেক্সচুয়াল ও ট্রান্সজেন্ডার মানুষের অধিকার নিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশ্বের এলজিবিটিকিউদের অধিকার সুরক্ষায় কাজ করা ইক্যুয়াল রাইটস কোয়ালিশনকে (ইআরসি) দেয়া অঙ্গীকার অনুযায়ী যুক্তরাজ্য সরকার সামনের বছর ওই সম্মেলনের আয়োজন করছে বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে।
সামনের বছরের জুনে লন্ডনে দুই দিনব্যাপী ‘সেইফ টু বি মি’ নামে ওই সম্মেলন চলবে। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত কর্মকর্তা, অ্যাকটিভিস্ট ও নীতিনির্ধারকদের আমন্ত্রণ জানানো হবে।
‘সেইফ টু বি মি’ সম্মেলনে সভাপতি হিসেবে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সাবেক এমপি নিক হারবার্টের নাম ঘোষণা করা হয়েছে। এলজিবিটিকিউদের অধিকার বিষয়ে তিনি দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত।
হারবার্ট বলেন, ‘এই প্রথমবারের মতো এলজিবিটিকিউদের অধিকার নিয়ে এত বড় আয়োজন হতে যাচ্ছে, যেখানে বিভিন্ন দেশের পার্লামেন্টের সদস্যরাও অংশ নেবেন। আশা করি, এলজিবিটিকিউদের অধিকারে প্রকৃত পরিবর্তনের জন্য সম্মিলিত পদক্ষেপ নিতে এই আয়োজন সবাইকে উৎসাহিত করবে।’
এসডব্লিউ/এমএন/এফএ/১৪১২
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ