কুড়িগ্রামের রৌমারী সীমান্তে হাসিনুর রহমান ওরফে ফকির চাঁন নামের এক বাংলাদেশিকে শনিবার ভোররাতে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি খাটিয়ামারী গ্রামের আবুল হাশেমের ছেলে।
সীমান্তবাসীরা জানান, ফকির চাঁন খাটিয়ামারী সীমান্ত দিয়ে ধানবীজ ভারতীয় চোরাকারবারিদের কাছে পাচার করতে গেলে ভারতের জোড়ডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করেন। পাচারে বাংলাদেশিদের মতো ভারতীয়রাও সারসরি জড়িত।
কিন্তু বিএসএফ সদস্যরা ভারতীয়দের গুলি না করে বাংলাদেশিদের গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ফকির চাঁন। পরে সঙ্গীরা তাকে কাঁধে করে নিয়ে আসেন। হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো ও বিএসএফের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
আপনার মতামত জানানঃ