করোনা মহামারির মধ্যেই দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই গত ২৪ ঘণ্টায় দেশে চলতি বছরের রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া গত এক সপ্তাহে ৫৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। চলতি বছর এখন পর্যন্ত (গত ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই) হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ২ হাজার ৯৮ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২৬ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছর দেশে একদিনে সর্বোচ্চ। আজ বুধবার (২৮ জুলাই) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন রােগী ভর্তি হয়েছেন ১৫৩ জন। এর মধ্যে ঢাকাতেই ১৫০ জন। আর ঢাকার বাইরে ৩ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৮ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৫৭ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ১১ জন।
এর আগে গত মঙ্গলবার (২৭ জুলাই) ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৪৩ জন রোগী ভর্তি হন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছে ১৪২ জন। গত সোমবার (২৬ জুলাই) ১২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
এর আগে গত রোববার (২৫ জুলাই) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (এক দিন) আরও ১০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১০২ জন এবং ঢাকার বাইরে নতুন তিন জন রোগী হাসপাতালে ভর্তি হন।
শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে জানা যায়, ২৪ ঘণ্টায় নতুন করে ১০৪ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হন; যাদের সবাই ঢাকার বাসিন্দা। শুক্রবার (২৩ জুলাই) ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৫ জন রোগী রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
এর আগের দিন বৃহস্পতিবার (২২ জুলাই) ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৫ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের সবাই রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
সূত্র মতে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম আরও বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এই পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আইইডিসিআর। তবে সেই মৃত্যু আসলে ডেঙ্গু কিনা, তা আমরা আরও বিস্তারিতভাবে যাচাই-বাচাই করে এরপর স্বীকিৃত দেব।
উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু করণীয় রয়েছে। বাসাবাড়িতে রাখা ফুলের টব বা অন্যান্য স্থানে জমে থাকা পানি তিন দিনের মধ্যে ফেলে দিতে হবে। যারা বাসা ছেড়ে তিন দিনের বেশি সময়ের জন্য বাইরে যাচ্ছেন, কমোডের প্যান ঢেকে রাখতে হবে, পানির যেকোনো পাত্র পানিশূন্য করে উল্টিয়ে রাখতে হবে।
দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা উত্তম। মশার কামড় থেকে বাঁচতে হলে ছোট-বড় সবার শরীর ঢেকে রাখা যায় এমন কাপড় পরিধান করা উচিত।
এদিকে, জ্বর আসলে কোভিড টেস্টের পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে এই আহ্বান জানানো হয়।
এসডব্লিউ/এমএন/এসএস/১৮০৭
আপনার মতামত জানানঃ