মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পরেও দেশটির সাথে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা অব্যাহত রাখতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। আমেরিকার স্থানীয় সময় শনিবার রাতে এক বিবৃতিতে একথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গোলাগুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের ক্ষমতায় কে রয়েছে তা আমাদের বিবেচ্য বিষয় নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাকে আমাদের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেয়া হয়েছে। ভিয়েনা সংলাপের সর্বশেষ পর্বের আলোচনায় যে অর্থপূর্ণ অগ্রগতি হয়েছে তাকে আরো এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।’
গত শুক্রবার ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি শতকরা ৬১.৯ ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইরানের বিরুদ্ধে অতীতের ভিত্তিহীন অভিযোগগুলোরও পুনরাবৃত্তি করা হয়। শুক্রবার ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি সত্ত্বেও আমেরিকা দাবি করে এ নির্বাচন ‘স্বচ্ছ ও নিরপেক্ষ’ ছিল না।
আমেরিকা এমন সময় ইরানের নির্বাচন সম্পর্কে এ দাবি করল যখন বিশ্বের বহু দেশ এরইমধ্যে বার্তা পাঠিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়েছে। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তুরস্কের প্রেসিডেন্ট, কাতারের আমির, কুয়েতের আমির, ওমানের সুলতান, আজারবাইজানের প্রেসিডেন্ট, আর্মেনিয়ার প্রেসিডেন্ট, কিউবার প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং লেবাননের পার্লামেন্ট স্পিকার আলাদা আলাদা বার্তা পাঠিয়ে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গোলাগুলিতে নিহত ১৫ জন
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে কয়েকটি স্থানে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। শনিবার সীমান্তবর্তী মেক্সিকান শহর রেইনোসায় এই ঘটনা ঘটে।
গোলাগুলির ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাকঅ্যালেন শহরের সীমান্তে অবস্থিত এই শহর অপরাধমূলক কার্যক্রমের জন্য কুখ্যাত। সীমান্তবর্তী মেক্সিকোর তামাউলিপাস রাজ্যের আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুরের শুরুতে সীমান্তবর্তী শহরের পূর্ব অঞ্চলের বিভিন্ন মহল্লায় হামলা শুরু হয়।
কর্তৃপক্ষ জানায়, সীমান্তের এক সেতুর কাছে পুলিশের ওপর হামলার সময় এক ব্যক্তি নিহত হন। তবে এখনো স্পষ্ট নয় অন্যরা কি এলোপাতাড়ি হামলায় নিহত হয়েছেন না তাদের টার্গেট করে হত্যা করা হয়েছে।
কর্তৃপক্ষ আরো জানায়, তারা এক ব্যক্তিকে আটক করেছেন যার গাড়ির ট্রাঙ্কে দুই নারীকে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে, তাদের অপহরণ করা হয়েছিল। রেইনোসা শহরের মেয়র মাকি এসতার ওরতিজ দোমিনগেজ এক টুইট বার্তায় হামলার ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও নাগরিকদের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান।
মেক্সিকো পুলিশ জানায়, দুই নারীকে অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পরই সন্ত্রাসীরা হঠাৎ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা শুরু করে।
রেনোসা শহরের মেয়র ম্যাকি এসথার অরদিত গোমিনগজ এ ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। মাদক চোরাকারবারিদের জন্য কুখ্যাত এলাকাটিতে প্রায়ই সশস্ত্র গ্যাংদের মধ্যে মাদক ব্যবসা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
এসডব্লিউ/এমএন/এফএ/১৯৩০
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ