আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ইসরাইল তার রাষ্ট্রের মধ্যে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আরবদের ওপর রাষ্ট্রীয়ভাবে বর্ণবাদ প্রয়োগ করছে এবং নির্যাতন চালাচ্ছে। সংস্থাটির নতুন এক রিপোর্টে ইহুদিবাদী ইসরাইলের আচরণকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করা হয়।
রাষ্ট্র যখন আনুষ্ঠানিকভাবে জাতিগত বিভেদকে অনুমোদন করে তা বর্ণবাদ হিসেবে বিবেচিত হয় এবং একে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করা হয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় হিউম্যান রাইটস ওয়াচের এই রিপোর্টকে প্রত্যাখ্যান করে বলেছে অভিযোগগুলো উদ্ভট এবং বানোয়াট। তারা বলছে, হিউম্যান রাইটস ওয়াচের ”ইসরায়েল-বিরোধী এজেন্ডা” দীর্ঘদিনের।
হিউম্যান রাইটস ওয়াচ ২১৩-পৃষ্ঠার ঐ রিপোর্টে তুলে ধরেছে কিভাবে সুপরিকল্পিতভাবে ইসরায়েল দখলকৃত ভূখণ্ডের ফিলিস্তিনিদের ওপর নানা ধরনের নির্যাতন চালাচ্ছে। এর মধ্যে রয়েছে, ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে জোর করে বের করে দেয়া, তাদের বাড়ি নির্মাণের ওপর নিষেধাজ্ঞা, তাদের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা ইত্যাদি।
হাজার হাজার ফিলিস্তিনি যারা নানা দেশে শরণার্থীর জীবনযাপন করছেন তাদের দেশে ফিরতে দেয়া হচ্ছে না বলেও রিপোর্টে তুলে ধরা হয়েছে। ইসরায়েলে সংখ্যালঘু আরবদের সংখ্যা মোট জনসংখ্যার শতকরা ২০ ভাগের কিছুটা ওপরে। এর বাইরে ইসরায়েলের দখলকৃত ওয়েস্ট ব্যাংকে রয়েছেন ২৫ লাখ ফিলিস্তিনি।
ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে বসবাস করেন সাড়ে তিন লক্ষ ফিলিস্তিনি। আর গাযা ভূখণ্ড, যেটিও ইসরায়েলের দখলে, সেখানে ১৯ লক্ষ ফিলিস্তিনির বাস।
হিউম্যান রাইটস ওয়াচ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের বর্ণবাদী আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করে দেখার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে। এব্যাপারে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠন করার জন্যও মানবাধিকার সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালদের প্রধান কৌঁসুলি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের ওপর আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। তবে ইসরায়েলি সরকার বলছে, তাদের ওপর ঐ আদালতের কোন এখতিয়ার নেই এবং তারা তদন্তে সহযোগিতা করবে না।
ইসরায়েলের কারণে ফিলিস্তিনে নির্বাচন হচ্ছে না
এদিকে দীর্ঘ ১৫ ধরে নিজেদের মধ্যে চলে আসা বিভক্তি কমিয়ে আনতে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সে কাক্সিক্ষত নির্বাচন হচ্ছে না বলে জানা গেছে। মিশনের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ১৫ বছরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন বন্ধের পরিকল্পনা করছে। দখলকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েল ভোট গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে ফিলিস্তিনের একটি অংশ এমন সিদ্ধান্ত নিচ্ছে। মিশনের কূটনৈতিক এবং গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার ফিলিস্তিনের একটি দলের সভায় এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
এর আগে গত জানুয়ারি মাসে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চলতি বছরের মে-তে ফিলিস্তিনে পার্লামেন্ট ও জুলাইতে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। তার প্রধান প্রতিপক্ষ ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী হামাস এই ঘোষণায় স্বাগত জানিয়েছিল। আল জাজিরার খবরে বলা হয়েছে, ‘অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ইসরায়েল ভেটো দিয়েছিল। নির্বাচন বন্ধের সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলের ভেটো সফল হলো। তবে নির্বাচন বন্ধের সিদ্ধান্তে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও উপকৃত হবেন। কারণ, হামাসের প্রভাবের কাছে তার রাজনৈতিক দল ফাতাহ ক্ষমতা হারানোর আশঙ্কা করছিল। হামাস বর্তমানে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে।’
মিশরের একজন কূটনৈতিক এবং একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিশরের রাজধানী কায়রোতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় তাদেরকে নির্বাচন না হওয়ার পরিকল্পনার সিদ্ধান্ত জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার ফিলিস্তিনের উপদলের সভায় আনুষ্ঠানিকভাবে এটা জানানো হবে।
তারা আরও বলেন, ভোট অনুষ্ঠানের জন্য মিশর ইসরায়েলের সঙ্গে আপস-মীমাংসার জন্য আলোচনা করেছে। কিন্তু সেসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মিশরের গোয়েন্দারা আরও জানিয়েছেন, হামাস চায় নির্বাচন হোক। তবে অন্য দলগুলো, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে দখলকৃত পূর্ব জেরুজালেমে নির্বাচন অনুষ্ঠিত হবে; এমন প্রতিশ্রুতি না পেলে নির্বাচনে যেতে চান না। কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের পরিবর্তে উপদলগুলো ঐক্যের সরকার গঠন করতে যাচ্ছে যাতে হামাসকে অন্তর্ভূক্ত করা হবে।
এসডব্লিউ/এমএন/ এফএ/১১২৯
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগীতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ