পাকিস্তানে সরকার সমালোচক টিভি চ্যানেল ‘এআরওয়াই’ বন্ধ করে দেওয়া হয়েছে।‘রাষ্ট্রদ্রোহী’ তথ্য প্রচারের অভিযোগ এনে চ্যানেলটি বন্ধ করে দেয় ‘পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি’।সমালোচকরা এটিকে দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতাকে দমন করে রাখার একটি অবৈধ পদক্ষেপ হিসাবে নিন্দা জানিয়েছে।
চ্যানেলটির সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠসম্পর্ক রয়েছে বলে মনে করা হয়।
এআরওয়াই কর্তৃপক্ষকে পাঠানো নোটিশটি দেখেছে বার্তা সংস্থা এএফপি। নোটিশে বলা হয় “আপনার চ্যানেলে প্রচারিত ঘৃণাপূর্ণ, রাষ্ট্রদ্রোহী ও বিদ্বেষপরায়ণ কন্টেন্ট আপনার অসৎ উদ্দেশ্য সম্পর্কে গুরুতর উদ্বেগ উত্থাপন করে।”
সোমবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিফ অব স্টাফ শাহবাজ গিলের একটি বক্তব্য প্রকাশের কয়েক ঘণ্টা পর নোটিশটি পাঠানো হয়। ওই বক্তব্যে গিল বলেন, সরকার ইমরান খান ও সেনাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। সাধারণ সেনারা ইমরান খান ও তার দলকে সমর্থন করেন বলেও মন্তব্য করেন তিনি।
গিল অভিযোগ করেন, পাকিস্তানের শাসক দল পিএমএল-এর একটি ‘স্ট্র্যাটেজিক মিডিয়া সেল’ ভুয়া খবর ছড়িয়ে ইমরান খানের ক্ষতি করার চেষ্টা করছে।
গত সপ্তাহে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় একটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। এরপর অনলাইনে সামরিক নেতাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। এর জন্য শাসক দল ও ইমরান খানের দল একে অপরকে দায়ী করছে।
গিলকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে হাজির করা হলে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এআরওয়াই নিউজ বন্ধ হয়ে গেছে, কারণ আমরা একটি সত্য ঘটনা রিপোর্ট করেছি।
গিলের গ্রেপ্তারকে ইমরান খান ‘অপহরণ’ বলে আখ্যায়িত করে টুইট করেছেন। টুইটে তিনি গিলের একজন সহকারীর বক্তব্য সম্বলিত ভিডিও প্রকাশ করেন। এতে গিলকে গ্রেপ্তারের ঘটনা বর্ণনা করা হয়েছে। ওই সহকারী তার গলায় আঘাতের চিহ্নও দেখিয়েছেন।
চ্যানেলটি পিইএমআরএ-র অভিযোগকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে । আইন বিশেষজ্ঞ, সাংবাদিক এবং পিটিআই নেতারাও তাই করেছেন।
এআরওয়াই চ্যানেলের উপ-প্রধান আমাদ ইউসাফ চ্যানেল বন্ধের সমালোচনা করে একে ‘অবৈধ ও হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন বলেও জানান তিনি।
পাকিস্তানের অন্যতম জনপ্রিয় চ্যানেলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান ইকবাল এক টুইট বার্তায় বলেন, “এআরওয়াই নিউজ বন্ধ হয়ে গেছে, কারণ আমরা একটি সত্য ঘটনা রিপোর্ট করেছি।‘’
মোহাম্মদ আহমেদ পানসোটা, একজন আইনজীবী এবং আইনী বিশ্লেষক, কোনও আইনি যুক্তি ছাড়াই এআরওয়াই নিউজ স্থগিত করার জন্য পিইএমআরএ-র নিন্দা করেছেন।
প্রাইম টাইম টেলিভিশন উপস্থাপক মুবাশির জাইদি সরকারকে কোনো চ্যানেল স্থগিত না করার পরামর্শ দিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ সাম্প্রতিক বিচারিক আদেশের লঙ্ঘন।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে, জাতীয় রাজনীতিতে সামরিক বাহিনীর কথিত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জন্য বেশ কয়েকজন পাকিস্তানি সাংবাদিকের বিরুদ্ধে ভীতি প্রদর্শনের মামলা দায়ের করা হয়েছে।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৫২০
আপনার মতামত জানানঃ