ভারতের গুজরাট রাজ্যের মুন্দ্রা বন্দরে প্রায় তিন হাজার কেজি উচ্চমানের হেরোইন আটক করা হয়েছে। রোববার দেশটির রাজস্ব ও গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) হেরোইনের এই চালান আটক করে। আটককৃত মাদকের মূল্য ভারতীয় মুদ্রায় ২১ হাজার কোটি রুপি হতে পারে বলে জানিয়েছেন তারা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৪ হাজার কোটি টাকা।
এখন পর্যন্ত নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, অর্থের দিক থেকে এটিই ভারতে মাদকের সবচেয়ে বড় চালান। ডিআরআই জানাচ্ছে, আফগানিস্তানে উৎপাদিত চালানটি ইরানের বন্দর আব্বাসের মাধ্যমে গুজরাটে পাঠানো হয়েছিল। অন্ধ্র প্রদেশের বিজয়ওয়ারা জেলার আশি ট্রেডিং কোম্পানির মাধ্যমে চালানটি ভারতে আসে। ট্যালক পাথরের আড়ালে মাদকের এই বিপুল পরিমাণ চালান দেশটিতে ঢোকে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ভারতীয় দম্পতিকে গ্রেপ্তার এবং কয়েকজন আফগান নাগরিককে আটক করা হয়েছে।
সূত্র জানায়, গুজরাটে উদ্ধারকৃত হেরোইন পাচারের পেছনে কোনো আফগান নাগরিক জড়িত কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
রাজস্ব দপ্তর সূত্রে জানা যায়, আফগানিস্তানে উৎপাদিত হেরোইন ট্যালকম পাউডার হিসেবে ইরানের বন্দর আব্বাসের মাধ্যমে গুজরাটে পাঠানো হয়। অন্ধ্র প্রদেশের বিজয়ওয়ারা জেলার ‘আসি ট্রেডিং’ প্রতিষ্ঠানের নামে চালানটি ভারতে ঢোকে। আফগানিস্তানের রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘হাসান হুসেন লিমিটেড’ চালানটি পাঠায়।
রাজস্ব দপ্তরের একজন কর্মকর্তা জানান, দুটি কন্টেইনারে করে হেরোইনগুলো আনা হয়। একটিতে ছিল দুই হাজার কেজি ও অন্যটিতে প্রায় এক হাজার কেজি। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য ১৯ হাজার কোটি টাকা।
এ ঘটনার পর ভারতের অন্য বন্দরগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে। আহমেদাবাদ, দিল্লি, চেন্নাই, গান্ধীধাম ও মাণ্ডবীতেও কড়া নজর রাখা হয়েছে। এসব এলাকা দিয়েই ভারতে মাদক পাচারের চেষ্টা হতে পারে বলে ধারণা রাজস্ব কর্মকর্তাদের।
তিনি আরও বলেন, আফগানিস্তান বিশ্বের বিভিন্ন দেশে বেশির ভাগ হেরোইন সরবরাহ করে। তা ছাড়া বর্তমান সময়ের তালিবান সরকার তাদের অর্থনীতি সচল রাখতে মাদক পাচারের চেষ্টা চালাচ্ছে।
রাজস্ব দপ্তরের আরেকজন কর্মকর্তা জানান, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে জীবন ধারণে অনেকেই মাদক পাচারের কাজ বেছে নিয়েছে। হেরোইন তৈরিতে বাধা দিতে গত কয়েক বছরে দেশটিতে কোটি কোটি টাকা খরচ করেছে আমেরিকা। মাদকদ্রব্য তৈরির আস্তানা গুঁড়িয়ে দিয়েও খুব একটা লাভ হয়নি।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পাকিস্তান ও তালিবানের ভারতবিরোধী অংশ একসঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থের জোগান দিতে বিপুল পরিমাণ আফগান হেরোইনকে ভারতে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তালিবান ক্ষমতায় আসার পর আফগানে মাদকদ্রব্য উৎপাদন ও বিভিন্ন দেশে চালান বেড়ে যাবার কারণে বিশ্বের বেশ কয়েকটি দেশে অবক্ষয়ের ঝুঁকিতে আছে। বর্ডারগুলোতে তাই কঠোর নিরাপত্তা দরকারি হয়ে পড়েছে।
এসডব্লিউ/এমএন/ডব্লিউজেএ/১৪৩১
আপনার মতামত জানানঃ