স্পেনের ক্যানারি দ্বীপের কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার একটি নৌকা ডু্বে গেছে। এ ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ৫২ জন অভিবাসন প্রত্যাশীর। জীবিত উদ্ধার হয়েছে মাত্র এক জন। আল-জাজিরা ও এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানিয়েছে, ডুবে যাওয়া নৌকা থেকে ৩০ বছর বয়সী এক জন নারীকে উদ্ধার করা হয়। নৌকাটি ৫৩ জন অভিবাসী ও শরণার্থী নিয়ে এক সপ্তাহ আগে আফ্রিকা থেকে ছেড়ে আসে।
ক্যানারি দ্বীপপুঞ্জের দক্ষিণে একটি বাণিজ্যিক জাহাজ নৌকাটি ডুবতে দেখে স্পেনের জরুরি সেবাকে জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক উদ্ধারকারী দলের এক কর্মকর্তা এএফপিকে জানান, ঔই নারী ডুবে যাওয়া নৌকাটি ধরে ছিলেন। এ সময় তার পাশেই একজন মৃত নারী ও এক জন মৃত পুরুষ ছিল।
ওয়েস্টার্ন সাহারা উপকূল থেকে রওনা দেয়া আরোহীদের সবাই ছিলেন আইভরি কোস্টের নাগরিক।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উদ্ধারের পর ওই নারীকে আকাশপথে লাস পালমাসের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। ওই হাসপাতালটি গ্রান কানারিয়া দ্বীপে অবস্থিত।
নিখোঁজদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছে তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। এই পথে প্রায় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে বেশিরভাগেরই মৃত্যু হয়।
আফ্রিকার পশ্চিম উপকূল এবং স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জকে আলাদা করা আটলান্টিকে প্রায় নৌকা ডুবে অভিবাসী এবং শরণার্থীদের মৃত্যু হয়। কিন্তু কত নৌকা এভাবে ডুবে যায় এবং কত শরণার্থীর সলিল সমাধি হয় তা নিরূপণ করা কঠিন। কেননা কখনোই মরদেহ কিংবা জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয় না।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ক্যানারি আইল্যান্ড অভিমুখে প্রাণ গেছে কমপক্ষে ২৫০ অভিবাসনপ্রত্যাশীর। চলতি মাসের শুরুতেও অঞ্চলটিতে নৌকাডুবিতে প্রাণ যায় এমন ৩০ জন মানুষের। ওয়াকিং অ্যাক্রস বর্ডার্সের দাবি, মোটের হিসাবে সংখ্যাটি প্রায় দুই হাজার।
চলতি বছর এ পর্যন্ত সাড়ে সাত হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী বিপজ্জনক সমুদ্রপথটি অতিক্রম করতে পেরেছেন। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ ও ২০১৯ সালের তুলনায় প্রায় আট গুণ।
ক্যানারি আইল্যান্ডসে অভিবাসীকেন্দ্রগুলোতে বর্তমানে ধারণক্ষমতার বেশি মানুষ আছে। দুঃসহ পরিবেশে সেখানে তারা জীবনযাপন করছে বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৪৩৭
আপনার মতামত জানানঃ