চলমান লকডাউনেও চাঁপাইনবাবগঞ্জে ক্রমাগত বেড়েছে করোনা সংক্রমণ। তাই আরও সাত দিন বাড়িয়ে ৭ জুন পর্যন্ত বিশেষ লকডাউন ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। আজ সোমবার (৩১ মে) বেলা ১২টার দিকে জেলা পরিষদ প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে এ ঘোষণা দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
তিনি জানান, এ জেলায় দিনদিন করোনা সংক্রমণের হার বাড়ছে। এজন্য লকডাউনের কোনো বিকল্প নেই। এর আগে গত ২৪ মে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী গণমাধ্যমকে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ২০ জন করোনা রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব। বর্তমানে ২০টি বেডেই পূর্ণ রয়েছে। এদিকে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে অক্সিজেনের সংকটও দেখা দিয়েছে। চাহিদার ৫০ শতাংশ অক্সিজেন পাওয়া যাচ্ছে।
গতকাল রোববার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। অর্থাৎ নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ৭১ দশমিক ৪৩ শতাংশ।
জেলায় বর্তমানে ৬৬৯ জন পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩৬৮, শিবগঞ্জে ১২৮, গোমস্তাপুরে ৯০, নাচোলে ৭০ ও ভোলাহাটের ১৩ জন রয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৯ জন এবং গত ২৪ ঘন্টায় কেউ সুস্থ হয়নি। ৭৫ জনের নমুনা পরীক্ষার পর তার ফলাফল পাওয়া যায়নি।
এক দিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বাড়ছে করোনা রোগী। পাশাপাশি প্রতিদিনই বাড়ছে মৃত্যু। গত শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে ১২ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালে করোনা ইউনিটে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগের দিন শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যান ৭ জন। প্রতিদিনই ৮-১০ জনের মৃত্যু হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে। শেষ ছয় দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মোট ৫১ জন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় যে ১২ জন মারা গেছে তাদের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ। বাকি চারজনের করোনা উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মারা যাওয়া ১২ জনের মধ্যে ৯ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আর দুজনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী। বাকি একজনের বাড়ি নাটোর।
শনাক্ত হার ফের ১০ শতাংশে
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়া-কমার মধ্যেই রয়েছে। নতুন রোগী শনাক্ত হার আবার বেড়ে ১০ শতাংশের ওপরে উঠল। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে পরীক্ষার বিপরীতে ১০ দশমিক ১১ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছে, যা গত ১৬ দিনের মধ্যে সর্বোচ্চ এবং চলতি মে মাসের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ১৪ মে ঈদের দিন এরচেয়ে বেশি ১০ দশমিক ৮২ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে চলতি মাসে মোট তিন দিন শনাক্ত হার ১০ শতাংশের ওপরে উঠল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন ১৪ হাজারের বেশি নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৪৪ জন করোনা রেগী শনাক্ত হয়েছে। শনাক্তের এই সংখ্যা গত চার দিনের মধ্যে সর্বোচ্চ।
এসডব্লিউ/এমএন/ এফএ/১৪৫৯
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ