Trial Run

চীন সাম্রাজ্যবাদের ৩০০ বছর আগের কৌশলে এগিয়ে যাচ্ছে

আলবেনিয়ার ইতিহাসবিদ ওলসি জাজেক্সি'র মত

চীনের ‘ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড’ প্রকল্পকে ‘সাম্রাজ্যবাদী পরিকল্পনা’ বলে মন্তব্য করেছেন আলবেনিয়ার ইতিহাসবিদ ওলসি জাজেক্সি। চীনের এ উন্নয়ন প্রকল্পকে ব্রিটেনের সাম্রাজ্যবাদী কৌশলের সঙ্গে তুলনা করেছেন তিনি। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া।

ইতিহাসবিদ ওলসি ইউটিউবে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘অ্যাংলো-আমেরিকানরা ৩০০ বছর যে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়েছে ঠিক সে পথই অনুসরণ করেছে চীন। এ প্রকল্প মূলত সাম্রাজ্যবাদী আগ্রাসন চালানোর একটি কৌশল।’

২০১৩ সালে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নামে একটি উন্নয়ন কৌশল ও কাঠামো উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ পরিকল্পনার মধ্যে রয়েছে বিশ্বের ৬০টি দেশের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সংযুক্ত করা। পরিকল্পনার অংশ মূলত দুটি। সড়কপথে মধ্য এশিয়া ও ইউরোপের সঙ্গে সংযুক্ত হবে চীন।

এই সড়কপথের সঙ্গে রেলপথ ও তেলের পাইপলাইনও রয়েছে। এ ছাড়া সমুদ্রপথেও বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হবে দেশটি।

এ প্রকল্পের বিষয়ে ইতিহাসবিদ ওলসি জাজেক্সি বলেছেন, ‘সাম্রাজ্যবাদ মূলত বাণিজ্যের মাধ্যমেই শুরু হয়। তারপর বাণিজ্যের কাঠামোকে সরিয়ে সেখানে সেনা মোতায়েন করা হয়। তারপরই নির্দিষ্ট অঞ্চলের বা দেশের সরকারকে অপসারণ করে সেনাবাহিনী। এভাবেই মূলত সাম্রাজ্যবাদ কাজ করে।’

এ ইতিহাসবিদ বলেন, ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ চীনের সাম্রাজ্যবাদী প্রকল্প। ব্রিটেন যেভাবে ভারতীয় উপমহাদেশে তার সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়েছিল সেভাবেই এগোচ্ছে এটি। ব্রিটেনের ওই আগ্রাসনের ফলে গত ২০০-৩০০ বছরে নানা সংঘাত, সহিংসতা লেগেছিল। আর এ প্রকল্পের মাধ্যমে চীন সেই পথেই হাঁটছে।’ তিনি বলেন, ‘শুরুতে ব্রিটেন ভারতে সরাসরি এবং তড়িঘড়ি করে আক্রমণ করেনি। তারা এ অঞ্চলে ব্যবসার কথা বলে এসেছিল। তারা ইস্ট-ইন্ডিয়া কোম্পানি চালু করে। তাই সাম্রাজ্যবাদ ব্যবসার মাধ্যমেই শুরু হয় এবং সম্প্রসারিত হয়। আর চীন সে পথেই যাচ্ছে।’

ছড়িয়ে দিনঃ
 • 8
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  8
  Shares

আপনার মতামত জানানঃ