করোনাভাইরাসের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি তিন কোটি ডোজ টিকা আনতে ভারতের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতে এ সমঝোতা স্মারক সই হয়।
সই করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল এবং সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের কর্মকর্তারা।
সমঝোতা অনুযায়ী, সিরাম ইনস্টিটিউট বেক্সিমকোকে অক্সফোর্ডের তৈরি সার্স-কোভ-২ এজেডডি ১২২২ (অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা টিকা) সরবরাহ করবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা তৈরি হলে প্রথম দফাতেই তিন কোটি ডোজ টিকা দেবে সিরাম ইনস্টিটিউট। এ টিকা বাংলাদেশে নিয়ে আসবে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস।’
তিনি বলেন, ‘আমরা দেড় কোটি মানুষকে এ টিকা দিতে পারব। কারণ, একজন মানুষের দুই ডোজ করে টিকার প্রয়োজন হবে।’
জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বেক্সিমকো ও ভারতের সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে করোনার টিকা আনা হচ্ছে। আগামী বছরের জানুয়ারি থেকে এ টিকা বাংলাদেশে আসা শুরু হতে পারে। প্রথমে তিন কোটি ডোজ আনা হবে। টিকা রাখা হবে বেক্সিমকোর গোডাউনে। ভারত যে দামে টিকা পাবে সিরাম ইনস্টিটিউট বাংলাদেশকেও একই দামে তা দেবে বলে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
খবর : ইউএনবি
আপনার মতামত জানানঃ