বাংলাদেশ এবং ভারতের মধ্যে দূরত্ব তৈরিতে লাভের গুড় খাচ্ছে অন্য দেশ। বাংলাদেশে উন্নত চিকিৎসা না থাকায় চিকিৎসার প্রয়োজনে এবার বিকল্প দেশের খোঁজ করছেন বাংলাদেশিরা।
বাংলাদেশ এবং ভারতের মধ্যে দূরত্ব তৈরিতে লাভের গুড় খাচ্ছে অন্য দেশ। প্রতি বছর বহু বাংলাদেশি চিকিৎসার জন্য আসেন ভারতে। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে টানাপড়েন চলায় ভারতে আসতে বাধা পাচ্ছেন প্রচুর বাংলাদেশি। ভিসা না পাওয়ার সঙ্গেই জুড়েছে ভারতের চিকিৎসক, হোটেল মালিক এবং হাসপাতালের বাংলাদেশিদের বয়কটের সিদ্ধান্ত।
বাংলাদেশে উন্নত চিকিৎসা না থাকায় চিকিৎসার প্রয়োজনে এবার বিকল্প দেশের খোঁজ করছেন বাংলাদেশিরা। বাংলাদেশি সংবাদমাধ্যম সমকালে প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশিরা থাইল্যান্ডে যাচ্ছেন ভারতের বদলে।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৫ লাখ রোগী ভারত যান। স্বাস্থ্যসেবা নিতে তাদের প্রায় ৫০০ মিলিয়ন ডলার ব্যয় হয়। থাকা খাওয়ার খরচ ভারতের কাছাকাছি হওয়ায় থাইল্যান্ডে ভিড় বাড়ছে বাংলাদেশিদের।
সমকালের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে থাইল্যান্ডগামী বিমানে বেড়েছে যাত্রীর চাপ। সেই সঙ্গে থাইল্যান্ডে নাকি ভারতের থেকে কম খরচে ২০-২৫ শতাংশ চিকিৎসা মিলছে। সেই সঙ্গে নাকি সেখানে কম সময়ে সহজে ভিসা মিলছে।
ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা ফয়েজ আহমেদ নামের এক ব্য়ক্তির অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন, “আগে আমি ভারতে চিকিৎসা নিয়েছি। খরচ প্রায় সমান হলেও, সেবার মানে এগিয়ে থাইল্যান্ড। ঢাকা থেকে চেন্নাই আসা-যাওয়ায় বিমান ভাড়া ২২ হাজার টাকা, থাইল্যান্ডের জন্য লেগেছে ২৮ হাজার”।
আপনার মতামত জানানঃ