যুক্তরাজ্যের লিংকনশায়ারে এক প্রত্নতাত্ত্বিক খনন প্রকল্পে ৬ হাজার বছরের পুরনো বিশাল বসতি ও কৃষি খামারের প্রমাণ উন্মোচন হয়েছে। ওয়েস্ট ডিপিং কোয়ারির খননে এই রোমান বসতি, সেইসঙ্গে নব্যপ্রস্তরযুগ ও ব্রোঞ্জ যুগের নিদর্শনের সন্ধান মেলে বলে জানিয়েছে বিবিসি।
প্রাচীনতম নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রান্না ও খাওয়ার জন্য ব্যবহৃত মৃৎপাত্র। এছাড়া রয়েছে অন্ত্রসহ নানা সরঞ্জাম এবং ব্রোঞ্জ যুগের একটি কবরের ঢিবি।
গত ১৯ অক্টোবর আন্তর্জাতিক মান সময় দুপুর ১৩টা থেকে ১৭টা পর্যন্ত ওয়েস্ট ডিপিং ভিলেজ হলে কিছু নিদর্শনের এক প্রদর্শনীর আয়োজন করা হয়।
কেমব্রিজ প্রত্নতাত্ত্বিক ইউনিটের প্রকল্প কর্মকর্তা হান্না ব্যারেট বলেন, ‘এই স্থানটি আমাদের কাছে কেবল নব্যপ্রস্তর, ব্রোঞ্জ যুগ বা রোমান নয়, ষষ্ঠ শতাব্দীর স্যাক্সন পর্যন্ত সব সময়ের প্রমাণ হিসেবে রয়েছে৷’
‘এটি এইসব সময়কালের প্রতিনিধিত্ব করছে এবং প্রতিটিরই বলার মতো একটি ভালো গল্প রয়েছে। আমি মনে করি এটিই এত আকর্ষণীয়।’ যোগ করেন, হান্না ব্যারেট।
কেমব্রিজ প্রত্নতাত্ত্বিক ইউনিটের এই প্রকল্প কর্মকর্তা নব্যপ্রস্তর যুগ পরবর্তী যুগের প্রমাণ হিসেবে বলেন, ‘এটিতে পূর্ব অ্যাংলিয়া বা পূর্ব মিডল্যান্ডসে পাওয়া মৃৎপাত্রের ‘‘সবচেয়ে বড় সমাবেশ’’ অন্তর্ভুক্ত রয়েছে।’
এর পাশাপাশি বিশেষজ্ঞরা প্রাণীর হাড়, বীজ ও শস্যের পরিবেশগত নমুনা উন্মোচন করেছেন, যাতে তারা কী শিকার করত ও খেত তা দৃশ্যমান।
হান্না ব্যারেট ব্যারেট বলেন, ‘এই ল্যান্ডস্কেপ সেই সময়ের যখন মানুষেরা ‘‘বন্য’’ হতো, বন্য শুয়োর ও ভালুকের সঙ্গে জীবন কাটাত। আপনি অনুমান করুন, সেখানে তাদের বসবাস অবশ্যই খুব কঠিন ছিল। এবং এখনও, তারা (প্রত্নতাত্ত্বিকরা) সত্যিই এই অত্যাধুনিক পাথরের সরঞ্জাম ও মৃৎপাত্র পেয়েছে যা তৈরি করতে প্রচুর পরিমাণে দক্ষতা লাগে।’
অন্যান্য আবিষ্কারের মধ্যে রয়েছে রোমান বসতির প্রমাণ, সঙ্গে যুদ্ধের দেবতা মার্সের একটি খোদাই করা পাথরের মূর্তি, একটি ঢাল ও বর্শা। ব্রোঞ্জ যুগের একটি কবরের ঢিবিও মিলেছে।
প্রদর্শনীর আয়োজক ওয়েস্ট ডিপিং হেরিটেজ গ্রুপের চেয়ারম্যান ম্যাগি অ্যাশক্রফ্ট বলেন, ‘প্রত্নতাত্ত্বিকদের কিছু আবিষ্কার স্টোরেজে যাওয়ার আগে দেখতে পারা এবং চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগে তাদের আবিষ্কারের কথা শুনতে পারাটা সত্যিই সৌভাগ্যের বিষয়।
আপনার মতামত জানানঃ