গবেষণায় দেখা গেছে, ধূসর বর্ণের সামুদ্রিক সিলস প্রাণী, যারা সমুদ্রের পানিতে বাস করে, ছায়াছবির গান ও মানুষের মুখের ভাষা নকল করতে পারে। এই সিলস দেখতে অনেকটা ভারতীয় উপমহাদেশের ভোঁদরের মতো।
স্কটল্যান্ডের সেন্ট আন্দ্রেস ইউনিভার্সিটির গবেষকরা তিনটি ধূসর সিলস প্রাণীকে ‘টুইংকল টুইংকল লিটল স্টার’ এর মতো সুরের সাথে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় সামুদ্রিক এই স্তন্যপায়ী প্রাণীগুলো মানুষের কথাবার্তাও নকল করতে দেখা যায়।
গবেষক দলের প্রধান আমান্ডা স্টান্ডসবারি জানান, সিলদের এই শব্দ অনুকরণ দেখে তিনি উৎফুল্ল হয়ে উঠেন।
তিনি বলেন, ‘প্রাণীগুলোর শব্দ অনুকরণ একেবারেই হুবহু নয়, কিন্তু নমুনাস্বরূপ এই সুন্দর শব্দ সত্যিই মনোমুগ্ধকর।’
স্ট্যান্ডসবারির আশাব্যাঞ্জক এই মন্তব্যের পরও পুরো গবেষক দল বলছে, এর মানে এই নয় যে, খুব দ্রুতই আমরা সিলস প্রাণীর সাথে কথোপকথন করতে পারব।
সেন্ট আন্দ্রেস বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ভিনসেন্ট জ্যানিক বলছেন, ভাষা অনুকরণ করা একটি অংশ আর সেই ভাষা বুঝা অন্য জিনিস।
তিনি বলেন, ‘আমরা প্রাথমিক গবেষণায় পেয়েছি সিলস মানুষের ভাষা নকল করতে পারে। তবে এই প্রাণীগুলো কি এই ভাষা বুঝতে পারে কিনা সেটা পরবর্তীতে দেখা যাবে।’
আমাদের এখন অনুসন্ধান করতে আদৌ এই সিলসগুলো কোনো কিছুর নাম বলতে পারে কিনা, যেটা তাদের কথা বলার জন্য প্রাথমিকভাবে প্রয়োজন।’
জ্যানিক বলেন, ‘শব্দ তৈরির জন্য মানুষ যে স্নায়ু ও শারীরিক গঠন ব্যবহার করে, সিলসও সেই সেই একই অঙ্গ ব্যবহার করে। সিলসগুলোর এই শব্দ উৎপাদনের বিষয়টি গবেষণা করতে হবে যাতে করে তাদের কথাবার্তা শেখানো যায়।’
আপনার মতামত জানানঃ