সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার এবং ফেইসবুক কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট ব্লক করে দিয়েছে। বুধবার মার্কিন ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালানো সমর্থকদের সমর্থন করে পোস্ট দেয়ার পর তার অ্যাকাউন্ট স্থগিত করা হয়। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে সমর্থকদের উদ্দেশ করে বলেছেন, “আমি আপনাদেরকে ভালোবাসি এবং যারা ক্যাপিটল কমপ্লেক্সে হামলা চালিয়েছেন তারা দেশপ্রেমিক।”
টুইটার কর্তৃপক্ষ বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনটি টুইটার পোস্ট তারা বাতিল চান। এই তিনটি পোস্ট তাদের অনুসৃত নীতির সাথে মারাত্মক রকমের সাংর্ঘষিক। টুইটার কর্তৃপক্ষ বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের একাউন্ট চিরদিনের জন্য বন্ধ করে দেয়া হবে যদি তিনি তার পোস্টগুলো প্রত্যাহার না করেন। এর অর্থ দাঁড়াচ্ছে- টুইটারে ডোনাল্ড ট্রাম্পের দিন শেষ হয়ে আসছে।
এদিকে, ফেসবুক কর্তৃপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে ২৪ ঘন্টার জন্য নিষিদ্ধ করেছে। ফেইসবুক কর্তৃপক্ষ বলেছে, তারা ট্রাম্পকে নিষিদ্ধ করেছে এই কারণে যে, ট্রাম্পের পোস্ট চলমান সহিংসতাকে আরো উসকে দিতে পারে। এছাড়া ইউটিউব থেকে তার ভিডিও সরিয়ে দেয়া হয়েছে। তিন মাধ্যমেই ট্রাম্প দাবি করেছেন, নভেম্বরের নির্বাচনে তার বিজয় চুরি করা হয়েছে।
আপনার মতামত জানানঃ