ইভ্যালির পরিচালনা পর্ষদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত বিরূপ স্ট্যাটাস ও ভিডিও পোস্ট দেওয়ার ঘটনায় ব্যারিস্টার নিঝুম মজুমদারকে তলব করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ছাড়া ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন, তাদের সন্তান, ভাই-বোন, মা-বাবা, শ্বশুর-শাশুড়ির ব্যাংক (ব্যক্তিগত ও ব্যবসায়িক) হিসাব কেন জব্দ করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
ইভ্যালি ব্যবস্থাপনায় আদালত কর্তৃক নিযুক্ত নতুন পরিচালনা পর্ষদের করা এক আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। ইভ্যালিতে পণ্য অর্ডার দিয়ে অর্থ পরিশোধের পর পণ্য ও অর্থ ফেরত না পেয়ে মো. ফরহাদ হোসেন নামের ইভ্যালির এক গ্রাহক গত সেপ্টেম্বরে হাইকোর্ট আবেদন করেন। এর ধারাবাহিকতায় গত বছরের ১৮ অক্টোবর আদালত ইভ্যালি ব্যবস্থাপনায় পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেন।
ইভ্যালির সাতটি গাড়ি নিলামের প্রক্রিয়া পরিচালনাসহ কয়েকটি বিষয় নিয়ে পরিচালনা পর্ষদ ওই আবেদন করে। আদালতে ইভ্যালির পরিচালনা পর্ষদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোর্শেদ আহমেদ খান। গ্রাহকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন।
পরে আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী মোর্শেদ আহমেদ খান সাংবাদিকদের বলেন, ইভ্যালির সাবেক বোর্ডের লিগ্যাল টিমের কো-অর্ডিনেটর দাবি করে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোডকারী নিঝুম মজুমদারকে দুই সপ্তাহের মধ্যে সশরীর আদালতে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতে ব্যর্থ হলে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ফেব্রুয়ারি ইভ্যালির সাতটি গাড়ির নিলাম পরিচালনা জন্য সুপ্রিম কোর্টের একজন ডেপুটি রেজিস্ট্রারকে দায়িত্ব দিয়েছেন হাইকোর্ট। এ কাজে একজন সহকারী রেজিস্ট্রার সহযোগিতা করবেন। র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নিলাম এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি বিলাসবহুল রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ি নিলামে বিক্রির বিজ্ঞপ্তি দেয় ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ। গাড়িগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে দুই কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা।
নিলামের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইভ্যালি ডটকম লিমিটেডের নামে রেজিস্ট্রেশন করা সাতটি চালু গাড়ি রেজিস্ট্রেশন সনদ, ট্যাপ টোকেন ও ফিটনেস (যে অবস্থায় আছে) ভিত্তিতে খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। ১০ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইভ্যালির কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই নিলাম।
সূত্র জানায়, সোমবার পর্যন্ত ৬১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই নিলামে অংশ নেওয়ার প্রস্তাব পাওয়া গেছে।
এদিকে রাসেল ও তার স্ত্রী, তাদের সন্তান ও মা-বাবাসহ পরিবারের সদস্য এবং ইভ্যালির ভবন মালিকের ব্যাংক (ব্যক্তিগত ও ব্যবসায়িক) হিসাবে কেন জব্দ করা হবে না, এ বিষয়ে হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে তাঁদের কারণ দর্শাতে বলেছেন বলে জানান ইভ্যালির পরিচালনা পর্ষদের এই আইনজীবী।
জানা যায়, ব্যারিস্টার গোলাম মারুফ ওরফে নিঝুম মজুমদারকে অনলাইনে সকলে চেনে লন্ডন প্রবাসী একজন ব্লগার হিসাবে। পাশাপাশি আইসিএসএফ— ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্রাটেজি ফোরামের (বহিষ্কৃত) কর্মী। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির সুবাধে তার আরও বিভিন্ন পরিচয় রয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ফ্রিডম পার্টির ভাইস চেয়ারম্যান এবং দৈনিক মিল্লাত পত্রিকার সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফারুকের জামাতা নিঝুম মজুমদার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর অপরাধমুলক কর্মকাণ্ড নিয়ে নিজস্ব কল্পনা প্রসূত গল্প তৈরী করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ইভ্যালির সাবেক বোর্ডের লিগ্যাল টিমের কো-অর্ডিনেটর দাবি করে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন নিঝুম মজুমদার। আদালত তাই দুই সপ্তাহের মধ্যে সশরীর আদালতে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন ।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৬২৭
আপনার মতামত জানানঃ