ইসরায়েলি বাহিনী গভীর রাতে বাড়ি থেকে ৪ ফিলিস্তিনি শিশুকে তুলে নিয়ে গেছে। সেখানে করোনার প্রকোপ কিছুটা কমে আসায় ফিলিস্তিনের স্কুলগুলো খুলে দেয়া হয় চলতি সপ্তাহে। কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী এবার বাড়ি থেকে ফিলিস্তিনি শিশুদের নানা অজুহাতে ধরে নিয়ে যাচ্ছে। খবর মিডলইস্ট আইয়ের।
পশ্চিমতীরের বেথেলহেম শহর থেকে স্থানীয় সময় বুধবার রাতে ফিলিস্তিনের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে চার স্কুলছাত্রকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। তারা সবাই বেথেলহেমের আল-মাহাদ স্কুলের ছাত্র। আটক শিক্ষার্থীরা হলো— ইউসুফ জামাল আল-হারিমি (১৫), আদম আয়াদ (১৫), মনসুর সালেহ ফরাজ (১৬) ও ঈসা মুহাম্মদ জরিনা (১৭)।
স্কুলছাত্র ইউসুফ জামালের বোন মানার আল-হারিমি গণমাধ্যমকে জানান, ‘বুধবার রাত ৩টার দিকে তাদের ঘরের দরজায় সজোরে কড়া নাড়তে থাকে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় প্রচণ্ড ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন পরিবারের সবাই। এ সময় আমাদের বাবা বাড়ি ছিল না। তারা বাড়িতে ঢুকে তার ভাইকে ধরে নিয়ে যায় এবং তার মায়ের কাছ থেকে একটি কাগজে সই নিয়ে যায়। সেখানে লেখা ছিল, আটকের সময় শিশুটি সুস্থ ছিল এবং ঘরে তল্লাশির সময় কোনো ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়নি।‘
একইভাবে অন্য শিশুদের অভিভাবকদের কাছ থেকেও জোর করে এ ধরনের কাগজে সই নিয়ে যান ইসরায়েলি বাহিনীর সদস্যরা। আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে বাড়ি থেকে শিশুদের আটক করার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনিরা।
এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে নানা অজুহাতে দখলদার ইসরায়েল নারী ও শিশুসহ সাড়ে পাঁচ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। সূত্র মতে, আটককৃতদের মধ্যে ১০৭ নারী এবং ৮৫৪টি শিশু রয়েছে।
ফিলিস্তিনের অধিকার সংস্থা কমিশন অব ডিটেইনিস অ্যাফেয়ার্স, দ্য প্যালেটিনিয়ান প্রিজনার সোসাইটি, দ্য আদামির প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন এবং দ্যা ওয়াদি হিলওয়েহ ইনফরমেশন সেন্টার যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে।
এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ৩ হাজার ১০০ ফিলিস্তিনিকে আটক করে গত মে মাসে। এদের মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয় অবরুদ্ধ জেরুজালেম থেকে; ১ হাজার ৬৯৯ জনকে।
জানা যায় পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ইসরায়েলের অবৈধ উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করায় গণহারে নিরপরাধ ফিলিস্তিনিদের গ্রেপ্তার করা হয়। একদিকে তাদের ঘরবাড়ি দখল করা হয়, অন্যদিকে নির্বিচারে তাদের গ্রেপ্তার করা হয়।
প্যালেস্টাইন প্রিজনারস সোসাইটি (পিপিএস)-এর এক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, ২০১৫ সাল থেকে ২০২০ এর নভেম্বর পর্যন্ত ৭ হাজার ফিলিস্তিনি শিশুকে আটকের ঘটনা ঘটে। বিনা কারণে অমানবিকভাবে শিশুদের আটকে রেখে মানবাধিকার লঙ্ঘন করছে তেল আবিব। জেলে বন্দি রাখার কারণে শিক্ষা এবং বাবা-মার আদার থেকে বঞ্চিত হচ্ছে।
এসডব্লিউ/এমএন/ডব্লিউজেএ/২০০৮
আপনার মতামত জানানঃ