ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণকে অবৈধ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ইসরাইল পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেম এলাকায় সহস্রাধিক বাড়ি নির্মাণের বিষয়ে যে দরপত্র জারি করেছে তা আন্তর্জাতিক আইনের পরিন্থী এবং সংকট সমাধানের চলমান প্রক্রিয়ার জন্য বড় ধরনের বাঁধা।
রোববার প্রকাশিত ইসরাইলের একটি পত্রিকার মাধ্যমে জানা যায়, মার্কিন নির্বাচনের আগে ইসরাইলি মন্ত্রিসভা পূর্ব জেরুজালেমে ফিলিন্তিন অধ্যুসিত এলাকায় এক হাজার দুইশ’ বাড়ি নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন করেছে।
এই খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরণের তৎপরতা ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধের ন্যায়সঙ্গত সমাধানের পথকে রুদ্ধ করে দেবে এবং এর ফলে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাও চিরতরে শেষ হয়ে যাবে।
উল্লেখ্য যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর ইশতেহারে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু ইহুদি রাষ্ট্র ইসরাইল জাতিসংঘের ইশতেহার লঙ্ঘন করে একের পর এক উপশহর বা ইহুদি বসতি নির্মাণ করে যাচ্ছে। আধুনিক ইহুদি বসতি নির্মাণের জন্য ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করে যাচ্ছে ইসরাইল কর্তৃপক্ষ।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ইসরাইল বিষয়ক পররাষ্ট্রনীতিতে কিছুটা পরিবর্তন আসার সম্ভবনা আছে। তবে রাশিয়াসহ আন্তর্জাতিক পক্ষগুলো ইসরাইলকে ফিলিস্তিনের ভূমিতে নতুন করে ইহুদি বসতি নির্মাণ না করার চাপ অব্যাহত রাখতে না পারলে ফিলিস্তিনি জনগণ ক্রমাগতভাবে ভূমিহীন হয়ে সেখানে বড় আকারের মানবিক দূর্যোগ নেমে আসবে।
আপনার মতামত জানানঃ