অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে মানব শরীরে নতুন একটি নোভেল এইচআইভি টিকা দেয়া শুরু হচ্ছে। টিকাটির নাম এইচআইভি-কোর ০০৫২।
এই ট্রায়ালের উদ্দেশ্য HIVconsvX টিকার নিরাপত্তা, সহনশীলতা এবং প্রতিরোধ ক্ষমতা মূল্যায়ন করা। এই টিকাটি মূলত এইচআইভি-১ ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করবে। তবে এটা সম্ভাব্যভাবে যেকোন ভৌগোলিক অঞ্চলের এইচআইভি স্ট্রেইনের জন্য কার্যকর হবে।
প্রাথমিকভাবে তেরোজন স্বাস্থ্যবান, এইচআইভি নেগেটিভ প্রাপ্তবয়স্ক, বয়স ১৮ থেকে ৬৫ এবং যারা কিনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে নেই, এই টিকার প্রথম ডোজ নেবে। এরপর এক সপ্তাহ পর আরও একটি বুস্টার ডোজ নেবে।
এই ট্রায়ালটি য়ুরোপিয়ান এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ (ইএভিআই২০২০)’র একটি অংশ। আন্তর্জাতিক সহযোগিতায় পরিচালিত একটি রিসার্চ। হরিজন ২০২০ হেলথ প্রোগ্রাম ফর রিসার্চ এন্ড ইনোভেশনের আওতায় য়ুরোপিয়ান কমিশন এই রিসার্চের ব্যয়ভার বহন করছে।
জেনের ইন্সটিটিউট, ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ভ্যাকসিন ইমিউনলজির অধ্যাপক এবং এই ট্রায়ালের প্রধান রিসার্চার থমাস হ্যাংক বলেন, একটি কার্যকরী এইচআইভি টিকা ৪০ বছর ধরে অধরা আছে। এই ট্রায়ালটি এইচআইভি নেগেটিভদের জন্য প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য এবং এইচআইভি নিয়ে বেঁচে থাকাদের সুস্থতার জন্য একইসাথে চলানো হচ্ছে। এটি এই নোভেল ভ্যাকসিন স্ট্রাটেজি মূল্যায়নের একটি সিরিজ কাজের প্রথম ধাপ।
অধিকাংশ এইচআইভি টিকা এন্টিবডি তৈরি করে বি-সেল ব্যবহার করে, HIVconsvX ইমিউন সিস্টেমের ক্ষমতা বাড়িয়ে দেয়, প্যাথোজেন টি-সেল নষ্ট করে। অর্থাৎ এই টিকাগুলো এইচআইভির খুব সংরক্ষিত এবং দুর্বল এই অংশকে আক্রমণ করে, যে অংশটি অধিকাংশ এইচআইভি ভ্যারিয়েন্টের ‘একিলিস হিল’ বা দুর্বলতা।
ডা. পাওলো, জেনের ইন্সটিটিউট, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড’র সিনিয়র ক্লিনিক্যাল রিসার্চার এবং এই ট্রায়ালের প্রধান তদন্তকারী বলেন, এইচ আইভির বিরুদ্ধে সুরক্ষা অর্জন করা খুবই চ্যালেঞ্জিং। এটা গুরুত্বপূর্ণ যে আমরা ইমিউন সিস্টেমের এন্টিবডি এবং টি-সেল আর্মস উভয়ের প্রতিরক্ষামূলক সক্ষমতাকে কাজে লাগাচ্ছি।
বর্তমানে এইচআইভি প্রতিরোধ মোটা দাগে আচারণগত ও বায়োমেডিক্যাল কিছু পদক্ষেপের উপর নির্ভর করছে। খৎনা করা, কনডমের ব্যবহার, এন্টিরেট্রোভাইরাল ড্রাগস এসবের মধ্যে উল্লেখযোগ্য।
অধ্যাপক থমাস হ্যাংক বলেন, নতুন এইচআইভি সংক্রমণের গতি কমানোর জন্য ২০১৬ সালে জাতিসংঘের সভায় ২০২০ সালের মধ্যে প্রতি বছর ৫ লাখের কম সংক্রমণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, আমরা তাতে ব্যর্থ হয়েছি।
‘তাই এন্টিরেট্রোভাইরাল ট্রিটমেন্ট এবং প্রতিরোধ নিয়ে বিশদভাবে চিন্তা করলেও, একটি এইচআইভি-১ টিকা এইডস মহামারি থামানোর জন্য অত্যন্ত দরকারি একটি পদক্ষেপ এবং সবথেকে উপযুক্ত সমাধান।’
গবেষকরা আশা করছেন, এইচআইভি-কোর ০০৫২ ট্রায়ালের ফলাফল এপ্রিল, ২০২২ এর মধ্যে পাওয়া যাবে।
য়ুরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রেও একই ধরনের ট্রায়াল শুরু করার পরিকল্পনা আছে।
এসডব্লিউ/এমএন/এসএস/১০১৫
আপনার মতামত জানানঃ