বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনা কালে কাজ হারিয়ে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এবং অন্যান্য কারনে গত প্রায় সাড়ে সাত মাসে ২৭২, ১৮৫ জন প্রবাসী শ্রমিক বাংলাদেশে ফিরেছেন।
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে এ বছরের গত ১লা এপ্রিল থেকে ১১ ই নভেম্বর পর্যন্ত সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাইসহ ২৮টি দেশ থেকে তাঁরা ফিরে এসেছেন। এতে বলা হয় এদের মধ্যে প্রায় ৭৭ হাজার জন কর্মী ফিরেছেন সৌদি আরব থেকে। বিশেষজ্ঞরা বলছেন দেশে ফেরার হার যেভাবে প্রতিনিয়ত বাড়ছে সেভাবে কিন্তু দেশ থেকে বিদেশে কর্মী যাচ্ছে না যার ফলে দেশে বেকারত্ব বাড়ছে। এ ক্ষেত্রে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে দায়িত্বরত শ্রম উইংয়ের কর্মকর্তাদের আরও তৎপর হওয়া উচিত বলে মনে করছেন তাঁরা।
বিদেশ থেকে বিরাট সংখ্যক বাংলাদেশি কর্মীরা কেন দেশে ফিরে আসছেন সে সম্পর্কে জনশক্তি রপ্তানি কারকদের সংগঠন বায়রা এর মহাসচিব শামিম আহমেদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি ভয়েস অফ অ্যামেরিকাকে বলেছেন যেসকল দেশে বাংলাদেশী প্রবাসী শ্রমিকরা কর্মরত আছেন সে সকল দেশে সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে যাতে ফেরত আসা শ্রমিকের সংখ্যা কমিয়ে আনা যায়।
বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির জন্য কূটনৈতিক তৎপরতার পাশাপাশি প্রয়োজনে সরকারে শীর্ষ পর্যায় থেকে আমদানি কারক দেশগুলোর সাথে কথা বলতে হবে কারন এটা মনে রাখতে হবে এ খাত থেকে বাংলাদেশের বিশাল অংকের বৈদেশিক মুদ্রা আয় হয়ে থাকে।
আপনার মতামত জানানঃ