বিভিন্ন অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাকিস্তানিদের বহিষ্কার করা হয়। অদ্ভুতভাবে যে সব দেশ থেকে পাকিস্তানিদের বহিষ্কার করা হয়েছে তার মধ্যে রয়েছে একাধিক মুসলিম দেশ। মোট বহিষ্কৃত পাকিস্তানির ৭২ শতাংশকেই বের করে দেওয়া হয়েছে সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, ইরান ও তুরষ্ক থেকে। সৌদি আরব মোট ৩,২১,৫৯০ জন পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠিয়েছে, অর্থাৎ প্রতিদিন ১৪৭ জন । এই সংখ্যা মোট নির্বাসন এর ৫২ শতাংশ।
পাক সংবাদমাধ্যম জিও নিউজে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৬ বছরে বিশ্বের ১৩৮টি দেশ থেকে একাধিক পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে।
পরিসংখ্যান বলছে, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত মোট ৬,১৮,৮৭৭ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গড়ে প্রতিদিন প্রায় ২৮৩ জন ফিরে আসছেন পাকিস্তানে।
গত ছ’বছরে শুধুমাত্র আরব আমিরশাহী থেকে বহিষ্কার করা হয়েছে ৫৩,৬৪৯ জন পাকিস্তানিকে। ইরান থেকে ১,৩৬,৯৩০ জনকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। ছ’বছরে ৮৩,০০০ পাকিস্তানিকে পাঠিয়ে দিয়েছে যুক্তরাজ্য।
জানা গেছে, সাধারণত কোনও না কোনও এজেন্টের তৈরি করে দেওয়া ভুয়া নথি নিয়ে অন্য দেশে প্রবেশ করে এরা। পরে ধরা পড়লেই বহিষ্কার করা হয় তাদের।
পাকিস্তান সরকারের তথ্য অনুযায়ী পাকিস্তানিদের দেশে ফেরার নির্দেশ সবচেয়ে বেশি জারি করেছে সৌদি আরব। তালিকা অনুযায়ী এরপর রয়েছে আমিরশাহী, ওমান, মালয়েশিয়া, ব্রিটেন, তুরস্ক ও গ্রিস। ভারত ২০১২ সালে ১২ জন পাক নাগরিককে দেশে ফেরত পাঠায়।২০১৩ সালে ৬ জন, ২০১৪ সালে ১৩ জন, ২০১৫ সালে ১০ জন ও ২০১৬ সালে ৫ জনকে সীমান্তের ওপারে পাঠিয়ে দেয় নয়াদিল্লি।
তবে ঠিক কী কী কারণে এতগুলো দেশ থেকে তাড়ানো হয় পাকিস্তানিদের— এই প্রশ্নও উঠেছে। রিপোর্টে কারণগুলির উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটি। তারা জানাচ্ছে, অনুপ্রবেশ, ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়া, অবৈধভাবে ভিসার মেয়াদ বাড়ানো, নিয়োগকারী সংস্থা দ্বারা ভিসা আটকে রাখা, ভিসা ছাড়াই অবৈধভাবে বসবাস এরকম নানা কারণ দেখানো হয়েছে বহিষ্কারের সিদ্ধান্তের পিছনে।
সন্ত্রাসবাদের কারনে আজ পাকিস্তান সারা বিশ্বের কুখ্যাত হয়ে রয়েছে। পাকিস্তানিদের অপরাধমূলক প্রবণতার কারণে বিশ্বের সব জায়গাতে এখন অপরাধীর চোখে দেখা হয় প্রত্যেক পাকিস্তান বাসীকে। এসব কারণেই বিদেশে পাড়ি দেওয়া পাকিস্তানি নাগরিকদের দেশ থেকেও বহিষ্কার করা হয়।
তবে তাদের যে শুধুই এরকমই বহিষ্কার করা হয়েছে তা নয়, সৌদি আরবে মাদকপাচার ,জালিয়াতি, চুরি , সন্ত্রাসবাদী কার্যকলাপ, হামলার মতো অপরাধে পাকিস্তানি নাগরিকদের জড়িত পাওয়া গেছে যার কারণেই সৌদি আরবের প্রশাসন এরকম এক সিদ্ধান্ত নিয়েছে।তবে এই বিষয় নিয়ে সৌদি আরবের মেডিয়ার তরফ থেকে একটি বয়ান বেরিয়ে এসেছিল, যেখানে তারা জানিয়েছে আভ্যন্তরীণ বিষয়ক এক শীর্ষ কর্মকর্তা বলেছেন দেশের নিরাপত্তার কারণেই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এই পাকিস্তানিদের।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৭১৫
আপনার মতামত জানানঃ