রাঙ্গামাটি: আজ শুক্রবার বিকাল ৩:০০ টার দিকে রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়িতে সেনাবাহিনীর একদল সদস্য সত্যবান চাকমা, পিতা-রাম্য চাকমা নামে এক জুম্মকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সত্যবান চাকমার বাড়ি জুরাছড়ি উপজেলাধীন জুরাছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুসুমছড়ি গ্রামে বলে জানা গেছে। তিনি পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির স্থানীয় গ্রাম কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২২ অক্টোবর ২০২০ জুরাছড়ির বনযোগীছড়া সেনা জোনের অধীন যক্ষা বাজার সেনা ক্যাম্পের অধিনায়ক ওয়ারেন্ট অফিসার মোমিন এর নেতৃত্বে ১৯ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর একদল সদস্য ভিতর বালুখালি গ্রামে যায়। আজ বিকেলে সেনাদলটি সেখান থেকে ক্যাম্পে ফেরার পথে কুসুমছড়ি গ্রামে পৌঁছলে সেখান থেকে সত্যবান চাকমাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ধরে নিয়ে যাওয়া সত্যবান চাকমাকে ছেড়ে দেয়া হয়নি এবং কী কারণে সেনাবাহিনী তাকে ধরে নিয়ে গেল তাও জানা যায়নি।
আপনার মতামত জানানঃ