মার্চে জার্মানির সরকার ঘোষণা করেছিল, জ্বালানির ক্রমবর্ধমান মূল্যের সাথে তাল মেলাতে দেশটির প্রত্যেক নাগরিককে ৩০০ ইউরো করে দেয়া হবে। এই টাকাটা সেপ্টেম্বর মাসেই সবার ব্যাংক একাউন্টে যোগ হবে বলে জানা গেছে। কিন্তু সবাই সম্পূর্ণ টাকা পাবে না। এখানে এই জ্বালানি ভর্তুকি সম্পর্কে যা জানা গেছে, তা তুলে ধরা হলো।
তবে যখন সরকার জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশটির নাগরিকদের আরও সহায়তা প্রদানের বিষয়ে ভাবছে, তখনও গত মার্চে ঘোষিত সহায়তা এখনও পুরোপুরিভাবে মানুষের হাতে পৌঁছে পারেনি। এখনও জার্মানির কয়েক মিলিয়ন কর্মী ৩০০ ইউরো পাওয়ার অপেক্ষায় আছে।
কিন্তু কারা এই ভর্তুকির জন্য যোগ্য বলে বিবেচিত হবে? কীভাবে প্রদান করা হবে? এবং সবাই কত ইউরো করে পাবে? – এই প্রশ্নগুলোই এখানে আলোচ্য বিষয়।
কারা পাবে এই অর্থ
প্রথমে ঘোষণা করা হয়েছিল যে এই অর্থ দেশটির প্রত্যেক নাগরিক পাবে। কিন্তু এখানে কিছুটা কৌশলী অবস্থান নিয়েছে সরকার। সবাই এই অর্থ পাবে না। পাবে তারাই, যারা কর দেয়।
এর ফলে সেপ্টেম্বর মাসে কর্মীদের বেতনের সাথে ভুর্তকি যুক্ত হবার যে অঙ্গীকার করা হয়েছিল, সেটার সুবিধা সবাই যথার্থভাবে পাবে না বলে মনে করছে বিশেষজ্ঞরা। অর্থ মন্ত্রণালয়ের সূত্র মতে, এই অর্থ ওই শ্রেণির মানুষই পাবে, যাদের অর্জিত আয়ের সাথে যাতায়াত খরচের সমন্বয় করা হয়। অর্থাৎ যারা গাড়িতে বা গণপরিবহনে যাতয়াত করে, তারাই এই সুবিধা পাবে।
আরও বিস্তারিতভাবে বললে, জার্মানির ওই সব নাগরিক এই অর্থ পাবে, যারা দেশটিতে বাস করে এবং কাজ করে, সীমান্তে লেনদেন করে; এর মধ্যে আছে বিভিন্ন সংস্থায় কর্মরত আছে বা ব্যবসা করে, এছাড়া প্রশিক্ষণার্থী, সিভিল সার্ভেন্ট, সেনা, বোর্ড সদস্য, ক্ষুদ্র ও অস্থায়ী চাকুরি করছেন। যে চাকুরিজীবীরা আংশিক অবসরপ্রাপ্ত, তারাও অর্থের একটা অংশ পাবেন বলা জানা যায়।
কীভাবে ও কখন পাবে
এই অর্থ সেপ্টেম্বরের বেতনের সাথে সমন্বয় করা হবে। যদি কেউ আত্মনির্ভরশীল হয়, তাহলে তার জন্য কর ওই মাসে কমিয়ে দেওয়া হবে। যদি কেউ চলতি বছর শুরুতে চাকুরি শুরু করে শেষের দিকে চাকুরি হারায়, সেও এই অর্থ পাবে। আর সে এই অর্থ পাবে ২০২২ সালের ট্যাক্স রিটার্নের একটা বিশেষ সেকশনে।
কী পরিমাণ অর্থ পাবে
কিছু মানুষ পুরো টাকাটাই পাবেন। কারণ এটি করের সাথে সম্পর্কযুক্ত। এটা মূলত নিশ্চিত করবে, যাতে অধিকাংশ মানুষ এই সুবিধা নিতে পারে, যাদের এই অর্থটা প্রয়োজন।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র মতে, গড়ে প্রত্যেক কর্মচারী ১৯৩ ইউরো করে পাবে। যাদের করযোগ্য মূল আয় ১০ হাজার ইউরোর নিচে, তারা পুরো অর্থই পাবে। যাদের বার্ষিক আয় ৭২ হাজার ইউরো তারা পাবে ১৮০ ইউরো। এর থেকে বেশি আয় যাদের, তারা পাবে আরও কম।
অন্যদিকে, যাদের করযোগ্য কোন আয় নেই, তারা কোন অর্থ সাহায্যই পাবে না।
আরও অর্থ সাহায্য আসছে
বর্তমানে জার্মানির অধিকাংশ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান একের পর এক মূল্যবৃদ্ধির ঘোষণা দিচ্ছে। আগামী শীতে জার্মানিতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা আছে। তাই আরও কতটা অর্থ সাহায্য মানুষ পাবে, তা একই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
তবে বর্তমানে জার্মানির সরকার দ্বিতীয় সাহায্য প্যাকেজ নিয়ে কাজ করছে। যাতে উপকৃত হবে অন্য এক শ্রেণীর নাগরিকেরা। এমনকি আগামী বছর থেকে সকল করদাতাদের করের উপরও বড়সড় ছাড় আসতে চলেছে।
এসডব্লিউ/এসএস/২৩৫৭
আপনার মতামত জানানঃ