স্টেটওয়াচ রিসার্চ নেটওয়ার্ক কাজ করছে বাংলাদেশে আইনপ্রয়োগের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত বাস্তবতা নিয়ে। এর অংশ হিসেবে স্টেটওয়াচ নিউজে আমরা প্রতিদিনকার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গণমাধ্যম সংক্রান্ত খবরাখবরগুলো সংক্ষেপে তুলে ধরার উদ্যোগ নিয়েছি। প্রতিদিন নিম্নোক্ত মাধ্যমসমূহ থেকে সংবাদগুলো সংগ্রহ ও তা নথিবদ্ধ করছে আমাদের কর্মীরা: প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, নয়া দিগন্ত, ইত্তেফাক, দেশ রূপান্তর, ডেইলি স্টার, নিউ এজ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাংলা ট্রিবিউন, বিডিনিউজ২৪ ডটকম, আমাদের সময়, মানবজমিন। আমরা আশা করি, এই প্রতিবেদন নিয়মিত প্রকাশের মাধ্যমে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার আরো শক্তিশালী হবে।
৯ ডিসেম্বর ২০২০, বুধবার, ২৪ অগ্রহায়ণ ১৪২৭, পত্র-পত্রিকায় প্রকাশিত
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম সংক্রান্ত নির্বাচিত খবরের সার-সংক্ষেপ
ফুলবাড়িয়ায় উচ্ছেদ অভিযানে বাধা, পুলিশের লাঠিচার্জ
সমকাল
বিভাগ: রাষ্ট্রীয় বাহিন
রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটের অবৈধ দোকান মালিকদের বাধা ও বিক্ষোভের মুখে ৮ ডিসেম্বর, মঙ্গলবার অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দোকান মালিকরা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও বুলডোজার লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ, পরে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরে অবৈধ দোকান মালিকরা পিছু হটলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উচ্ছেদ অভিযান শুরু করেন। প্রথম দিনে বুলডোজার দিয়ে নিচতলার রাস্তার পাশের শতাধিক দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। বংশাল থানার ওসি শাহিন ফকির জানান, উচ্ছেদ অভিযানে পুলিশের এক এসআই, তিন কনস্টেবলসহ চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৯ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে উচ্ছেদ অভিযান চালানো হয়।
অনুমতি না থাকায় শ্রমিক দলকে মানববন্ধন করতে দেয়নি পুলিশ
জাগো নিউজ
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছিল জাতীয়তাবাদী শ্রমিক দল। কিন্তু পুলিশি বাধায় মানববন্ধন করতে না পেরে পদযাত্রা করেছে সংগঠনটি।
৯ নভেম্বর, বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, ‘অনুমতি ছাড়া কোনো মানববন্ধন কিংবা সমাবেশ করার সুযোগ নেই। শ্রমিক দল মানববন্ধন করার কোনো অনুমতি আমাদেরকে দেখাতে পারেনি।’
পরে শ্রমিক দলের নেতা-কর্মীদের নিয়ে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স পদযাত্রা করে রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের কাছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
কনক সরওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধের নির্দেশ
প্রথম আলো
বিভাগ: গণমাধ্যম
বিদেশে থাকা সাংবাদিক কনক সরওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিসহ বিবাদীদের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের সাক্ষাৎকার ইউটিউব চ্যানেলে প্রচারের মাধ্যমে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে গত ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ উদ্দিন আহমেদ ওই রিট করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। অলি আহমদের লেখা ‘রেভল্যুশন, মিলিটারি পারসোনেল অ্যান্ড দ্য ওয়ার অফ লিবারেশন ইন বাংলাদেশ’ বইটি নিষিদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওই বইয়ের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু সম্পর্কে অনেক নেতিবাচক কথা রয়েছে। ১১৫ নম্বর পাতায় জিয়াউর রহমানকে হেড অব দ্য স্টেট উল্লেখ আছে। গত ১৭ আগস্ট ইউটিউব চ্যানেলে সাংবাদিক কনক সরওয়ার কর্নেল অলি আহমদের সাক্ষাৎকার প্রচার করেন। সেখানে অলি আহমদ বলেন, জিয়াউর রহমান অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন। ওই সাক্ষাৎকারসহ কনক সরওয়ার ইউটিউবে যেসব বিতর্কিত কনটেন্ট দিয়েছেন, সেগুলো বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।’
গণমাধ্যমকে চাপে রাখার তৎপরতা থেকে সরতে হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সমকাল
বিভাগ: গণমাধ্যম
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠনে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, মতিউর রহমানসহ গণমাধ্যমের বিরুদ্ধে এসব অসহিষুষ্ণতা ও বিদ্বেষমূলক তৎপরতা দেশে অবশিষ্ট গণতান্ত্রিক পরিসরকে নষ্ট করে দেবে। গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন কেউই এ ধরনের অশুভ তৎপরতা মেনে নিতে পারে না। তাই গণমাধ্যমকে চাপে রাখার এমন অশুভ তৎপরতা থেকে সরে আসতে হবে সরকারকে।
মঙ্গলবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিশেষ উদ্দেশ্য নিয়েই যে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও অভিযোগ গঠন করা হয়েছে, সেটা সচেতন যে কেউই তা বুঝতে পারেন। এসব পদক্ষেপ যে প্রথম আলো ও এর সম্পাদককে অব্যাহত হয়রানি ও চাপে রাখার কৌশল- সেটাও অত্যন্ত পরিস্কার। বিগত বহু বছর ধরেই প্রথম আলোকে নানা অপকৌশলে হয়রানি ও নাজেহাল করা হচ্ছে। তিনি বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ও চাপে রাখার উদ্দেশ্যে সংবাদকর্মীদের বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, গ্রেপ্তার ও হয়রানি অব্যাহত রয়েছে। বিজ্ঞাপন নিয়ন্ত্রণসহ নানাভাবে গণমাধ্যমের মুক্ত ও স্বাধীন ভূমিকা খর্ব করার অপতৎপরতা অব্যাহত রয়েছে।
ANTI-STATE CONTENT’
Block online portals, social media pages of Kanak Sarwar: HC
The Daily Star
Category: Media
The High Court yesterday directed the authorities concerned of the government to immediately block all the online and digital portals of Kanak Sarwar, a Bangladeshi journalist who is now abroad, including his Facebook and YouTube channel for running “anti-state distorted contents” through the platforms.
The court also issued a rule asking the authorities to explain in four weeks why spreading such anti-state and distorted contents should not be declared illegal.
The bench of Justice Md Khasruzzaman and Justice Md Mahmud Hassan Talukder came up with the order and rule following a writ petition filed by Supreme Court lawyer Imtiaz Uddin Ahmed Asif seeking necessary directives on this issue.
He filed the petition as a public interest litigation on November 17 saying that Bangladeshi journalist Kanak Sarwar broadcast an interview of Liberal Democratic Party President Col (retd) Oli Ahmed on September 17 through his (Kanak) YouTube channel.
In the interview, Oli Ahmed claimed that Ziaur Rahman was the first acting president of Bangladesh, though Syed Nazrul Islam was the first acting president.
Oli Ahmed also made some derogatory comments about Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman in his interview which are distortion of the history and also against the state, he said in the petition.
আপনার মতামত জানানঃ