রাশিয়ায় জার্মানির টেলিভিশন চ্যানেল ডয়েচে ভেলের সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিয়েছে মস্কো। দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীদের কাজের অনুমতিও প্রত্যাহার করা হচ্ছে। রাশিয়া টুডে টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম জার্মানিতে বন্ধ করে দেয়ার পর রাশিয়া পাল্টা এই ব্যবস্থা নিল।
বৃহস্পতিবার রাশিয়ার প্রশাসন জানিয়ে দেয়, মস্কোয় ডিডাব্লিউ-র অফিস বন্ধ করে দিতে হবে। রাশিয়ায় কর্মরত ডিডাব্লিউ-র সমস্ত সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে। যার অর্থ, তাদের আর সরকার সাংবাদিক হিসেবে দেখবে না। সরকারি অনুষ্ঠানে তাদের ডাকা হবে না। সরকার বা প্রশাসন তাদের আর কোনো খবর দেবে না।
গত ২২ ডিসেম্বর জার্মান কর্তৃপক্ষের অনুরোধে ইউরোপের স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে আরটির জার্মান ভাষার শাখা আরটি ডিই বন্ধ করে দেওয়া হয়। সম্প্রচার শুরুর এক সপ্তাহের মাথায় বন্ধ হয়ে যায় এটি। তবে ইন্টারনেট ও মোবাইল ফোন অ্যাপে এটি এখনো দেখা যাচ্ছে।
আরটি ডিই কর্তৃপক্ষের দাবি, মস্কো থেকে তাদের সম্প্রচার কার্যক্রম পরিচালিত হয় এবং তাদের কাছে সার্বিয়ার সম্প্রচার লাইসেন্স আছে। ইউরোপীয় আইন অনুযায়ী, ওই লাইসেন্সের আওতায় জার্মানিতে সম্প্রচারের অধিকার রয়েছে দাবি করেছে তারা।
বিষয়টি নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল রাশিয়া। জার্মানি অবশ্য জানিয়েছে, কিছু টেকনিক্যাল কারণে তা বন্ধ করা হয়েছে। তারপরেই রাশিয়ার এই পদক্ষেপ।
গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ডয়েচে ভেলের সম্প্রচার কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। একইসঙ্গে রাশিয়ার ভূখণ্ডে টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার কার্যক্রম পরিচালনার জন্য যেসব যন্ত্রপাতি ও স্যাটেলাইট বসানো ছিল সেগুলো ফেরত দেবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জার্মানির এই টেলিভিশন চ্যানেলকে তারা বিদেশী এজেন্ট হিসেবে গণ্য করেছে এবং ভবিষ্যতে এধরনের আরো পদক্ষেপ নেয়া হবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, জার্মানির যেসব কর্মকর্তা রাশিয়ার টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ করার সঙ্গে জড়িত ছিলেন তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে যাতে তারা রাশিয়ায় প্রবেশ করতে না পারেন।
মস্কোয় ডিডাব্লিউ-র অফিস বন্ধ করে দিতে হবে। রাশিয়ায় কর্মরত ডিডাব্লিউ-র সমস্ত সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে। যার অর্থ, তাদের আর সরকার সাংবাদিক হিসেবে দেখবে না। সরকারি অনুষ্ঠানে তাদের ডাকা হবে না। সরকার বা প্রশাসন তাদের আর কোনো খবর দেবে না।
এদিকে জার্মান সরকার ও ডয়েচে ভেলে রাশিয়ার এ পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। ডয়েচে ভেলের প্রধান পিটার লিম্বুয়া বলেন, ‘এ আদেশটি রুশ সরকারের একটি অযৌক্তিক প্রতিক্রিয়া। আমরা যদি শেষ পর্যন্ত এর কার্যক্রম বন্ধও করে দিই, তার মানে এ নয় যে আমরা রাশিয়া–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করতে পারব না। বরং আমরা আরও বেশি করে তা করব।’
জার্মান সরকার বলেছে, এ পদক্ষেপ অগ্রহণযোগ্য। আরটি টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে বার্লিন যে নিষেধাজ্ঞা দিয়েছে, তার সঙ্গে এর তুলনা করার সুযোগ নেই।
জার্মানির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ক্লদিয়া রথ বলেন, ‘আমি জরুরি ভিত্তিতে রাশিয়ার কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন আরটির লাইসেন্স–সংক্রান্ত সমস্যাকে রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে ব্যবহার না করে।’
ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা চলার মধ্যে ডয়েচে ভেলের ব্যুরো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিল মস্কো। ইউক্রেনে রাশিয়ার অভিযানের আশঙ্কায় এ উত্তেজনা চলমান।
এএফপির প্রতিবেদনে বলা হয়, এ পদক্ষেপের মধ্য দিয়ে বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে ক্রেমলিনের ক্রমাগত বৈরিতা বাড়ার ইঙ্গিতই মিলেছে।
গত বুধবার লাইসেন্স না থাকার কথা বলে রাশিয়ার ‘আরটি ডিই’ চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় জার্মানির সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা। এর জবাবে বৃহস্পতিবার ডয়েচে ভেলের মস্কো কার্যালয় বন্ধের নির্দেশ দেওয়া হয়। ডয়েচে ভেলের মস্কো ব্যুরো প্রধান জুরি রেসচেতো এএফপিকে বলেন, শুক্রবার সকাল নাগাদ কার্যালয়টি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে করা মন্তব্যে তিনি লিখেছেন, ‘আমরা মর্মাহত।’
এদিকে রাশিয়ার কর্মকর্তা ও ক্রেমলিনপন্থী সংবাদমাধ্যমগুলো এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। রুশ সিনেটর আন্দ্রেই ক্লিমভ মস্কোর প্রতিক্রিয়াকে ‘যথেষ্ট’ বলে উল্লেখ করেছেন।
ডিডাব্লিউ-র ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ অবশ্য জানিয়েছেন, আরটি-র সঙ্গে ডিডাব্লিউ-র বিষয়টি গুলিয়ে ফেললে ভুল হবে। আরটি রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম। ডিডাব্লিউ জার্মানির পাবলিক ব্রডকাস্টার। দ্বিতীয়ত, রাশিয়া যে কাজ করেছে, তা সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ।
ডিরেক্টর জেনারেলের বক্তব্য, দপ্তর বন্ধ করে, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করে রাশিয়া সাংবাদিকদের মুখ বন্ধ করে রাখতে পারবে না। ডিডাব্লিউ আগের চেয়ে আরো বেশি করে রাশিয়ার খবর দেখাবে। পাশাপাশি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের কথাও তিনি জানিয়েছেন।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৫২৮
আপনার মতামত জানানঃ