তালিবানের হাতে একে একে পতন হচ্ছে আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীগুলো। মাত্র ৫ দিনে তালিবান দখল করে নিয়েছে আফগানিস্তানের ৮ টি প্রাদেশিক রাজধানী। আর মাত্র ২৬ টি রাজধানী দখল করে নিলেই পুরো আফগানিস্তানই চলে যাবে তালিবানের দখলে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে জানায়, আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ শহর দখল করেছে তালিবান। একই সঙ্গে এদিন তালিবানের দখলে গেছে দেশটির উত্তরাঞ্চলীয় বাঘলাম প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি শহর। এ দুই শহরের স্থানীয় সূত্র আল–জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।
গত পাঁচ দিনে ফারাহ, পুল-ই-খুমরি, জারাঞ্জ ছাড়াও প্রাদেশিক রাজধানী কুন্দুজ, তাকহার, সার-ই-পল, তালুকান ও সেবারঘানের নিয়ন্ত্রণ নিয়েছে তালিবান। ফলে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে আটটির রাজধানীতে তালিবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো।
ফারাহর প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহালা আবুবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে তালিবান যোদ্ধারা ফারাহ শহরে ঢুকেছে। এ সময় আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তালিবানের সামান্য লড়াই হয়েছে।
অপরদিকে ফারাহ প্রদেশে গভর্নরের কার্যালয়, পুলিশের প্রধান কার্যালয়, প্রদেশের কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি। ফারাহ শহরের কাছেই একটি সামরিক ঘাঁটি থেকে স্থানীয় নিরাপত্তা বাহিনী পিছু হটেছে বলে জানিয়েছেন এক আইনপ্রণেতা। ফারাহ দখলের মধ্য দিয়ে আফগানিস্তান থেকে ইরানে ঢোকার গুরুত্বপূর্ণ একটি সীমান্তচৌকি তালিবানের নিয়ন্ত্রণে চলে গেল।
ফারাহর মাধ্যমে ইরানের সঙ্গে আফগানিস্তানের দ্বিতীয় সীমান্ত এলাকা কব্জা করেছে তালিবান। আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমে গোষ্ঠীটির দখলকৃত দ্বিতীয় প্রাদেশিক রাজধানী এটি। গত শুক্রবার প্রতিবেশী নিমরুজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখলে নেয় গোষ্ঠীটি।
এর আগে চলতি সপ্তাহে কুন্দুজ ও তাখার প্রদেশ দখল করে তালিবান। ফলে কেন্দ্রীয় রাজধানী কাবুল থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশান পর্যন্ত বিস্তৃত ৩৭৮ কিলোমিটার সংযোগ সড়কের প্রায় পুরোটাই এখন তালিবানের দখলে। যাত্রী ও পণ্য পরিবহনে আফগানিস্তানের বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক।
খনিজ সম্পদে সমৃদ্ধ প্রদেশগুলোর প্রবেশপথ হিসেবে পরিচিত উত্তরাঞ্চলীয় কুন্দুজ তাজিকিস্তান সীমান্তসংলগ্ন এবং কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। আফিম, হেরোইনসহ নানা প্রকার মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালানও হয় এ পথ ধরে।
এদিকে গতকাল রাজধানী কাবুল থেকে ২০০ কিলোমিটার উত্তরের বাঘলান প্রদেশের রাজধানী শহর পুল-ই-খুমরি দখল করে তালিবান। স্থানীয় আইনপ্রণেতা মামুর আহমাদজাই বলেন, সরকারি বাহিনীর সঙ্গে প্রায় দুই ঘণ্টার লড়াইয়ের পর শহরটির নিয়ন্ত্রণ নেয় তালিবান।
ইউরোপীয় ইউনিয়নের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের মোট ভূখণ্ডের ৬৫ শতাংশে তালিবান তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ১১টি প্রাদেশিক রাজধানীর পতন ঘটতে পারে যেকোনো সময়।
যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান প্রত্যাখ্যানও করেছে তালিবান। এ কারণে দেশটিতে চলমান লড়াই-সংঘাত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই।
আফগানিস্তানজুড়ে দুই পক্ষের লড়াই ও সহিংসতায় হাজারো বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। ভারত তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠিয়েছে।
এসডব্লিউ/এমএন/ডব্লিউজেএ/১৫১২
আপনার মতামত জানানঃ