ভৈরব নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে অনেক দিন থেকে সেখানে ভাঙন শুরু হয়েছে। ২০১৬ সালে পানি উন্নয়ন বোর্ড যশোরের চৌগাছার তাহেরপুর থেকে অভয়নগরের আফরাঘাট পর্যন্ত ৯৬ কিলোমিটার ভৈরব নদী খননের কাজ চলমান রয়েছে। ২৭২ কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি ‘ভৈরব রিভার বেসিন’ এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যানুযায়ী ইতোমধ্যে নদীর উজান ও ভাটির ৭০ কিলোমিটারের বেশি কাজ প্রায় শেষ। জটিলতা চলছে শহরের দড়াটানা অংশের কাজ নিয়ে। এ খননকাজ শেষ হওয়ার তারিখ বেঁধে দেওয়া হয়েছিল ২০২০ সালের ২০ জুন।
দ্বিতীয় দফায় চলতি বছরের জুন পর্যন্ত এবং তৃতীয় দফায় ২০২২ সালের জুন পর্যন্ত ভৈরব নদী খননের মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু যশোরে নদী খননের নামে চলছে অবৈধ বালু উত্তোলন। বালু উঠিয়ে জমা করা হচ্ছে নদীর দুই পাড়সহ কৃষিজমিতে। আর কৃষিজমিতে বালু রাখায় ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এতে হুমকির মুখে পড়েছে নদীপাড়ে বসবাসকারীরা।
কসবা ঘোষপাড়া এলাকায় দেখা গেছে, নদীর পাড় ভেঙে যাওয়ায় ১১টি পরিবারের বাড়ি-ঘর ধ্বসে ভৈরব নদীতে বিলীন হয়েছে। ঘরে থাকতে না পেরে পরিবারগুলো অন্য জায়গায় চলে যাওয়ার জন্য তাদের জিনিসপত্র রিকশা বা ভ্যানে তুলছেন। কেউবা ভাঙা ঘরে নিরাপদ নয় বলে পাশের রাস্তায় পরিবার-পরিজন নিয়ে বসে আছে। তাদের সবার চোখে-মুখে স্বপ্ন ভাঙার ছাপ। এসব পরিবারের এখন একটাই দাবি, যাদের জন্য তাদের বসতবাড়ি বিলীন করে দিয়েছে, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।
মানুষের ভোগান্তির চিত্র
অসুস্থ চা দোকানি স্বামীর সামান্য উপার্জনে সংসার চালাতেন যশোর শহরের ভৈরবতীর বিশিষ্ট পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার নার্গিস বেগম। সেখানে আধা পাকা দুই কক্ষবিশিষ্ট ঘরে স্বামী-সন্তান নিয়েই তার বসবাস। নিত্য অভাব-অনটনের মধ্যে দিন চললেও নিজেদের ভিটেমাটিতেই পরিবার নিয়ে থাকতেন তিনি। কিন্তু হঠাৎ নার্গিস দেখেন, এত কিছু থাকার পরও কিছুই নেই আর।
ভুক্তভোগী শফিয়ার রহমান শেখ জানান, পুরাতন কসবা ঘোষপাড়ায় ভৈরব নদীর ধারে তার বাড়ি। পৈতৃকভাবে কয়েক পুরুষ তারা এখানে বসবাস করছেন। পেশায় তিনি দিনমজুর। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তার সাড়ে তিন শতক জায়গার মধ্যে দুই শতক নদীগর্ভে মিশে গেছে। বাড়ি-ঘর হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। মাথা গোঁজার নেই কোনো ঠাঁই। নদী থেকে যারা অবৈধভাবে বালু উত্তোলন করেছে, তিনি তাদের কঠোর শাস্তির দাবি করেন। পাশাপাশি বসবাস করার জন্য আশ্রয় চান।
ইসহাক মিয়া নামে এক বয়োজ্যেষ্ঠ ভুক্তভোগী বলেন, আমার জীবনভর এখানে বাস করে আসছি। আমার নামেই এই জমির পর্চাও রয়েছে। কিন্তু নদী কাটার নাম বলে আমাদের এখান থেকে বালু তুলেছে। নদী থেকে যেটুকু বালু তোলার কথা, তার চেয়েও বেশি তুলেছে। আবার উত্তোলিত বালু দিয়ে নদীর পাড় বাঁধার কথা ছিল, কিন্তু পাড় বাঁধেনি। বালুগুলো বিভিন্ন জায়গায় জড়ো করে রেখেছে। এই অতিরিক্ত বালু তোলার কারণে আমাদের বাড়ির নিচের মাটি সরে গেছে। এখন ঘরবাড়ি সব ভেঙে যাচ্ছে। আমরা অসহায় গরিব মানুষ। কোথায় যাব? তাই জিনিসপত্র ভ্যানে তুলে কোনো বস্তিতে চলে যাচ্ছি।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দূর্নীতি
নদী খননের নামে বালু তোলায় এলাকাবাসীর সঙ্গে ক্ষুব্ধ যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। তিনি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের কিছুসংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন অঞ্চলের যারা ভূমিদস্যুরা মিলে নদী খননের নামে বালু উত্তোলন করছে ফলে ওই এলাকায় বাড়িঘর ধ্বসে যাচ্ছে। এসব ভুক্তভোগীরা দুর্বিষহ দিন কাটাচ্ছে। এ বিষয়ে পানি উন্নয়নের বোর্ডের সাথে আমি কথা বলেছি কিন্তু ওনি এই বিষয়ে সদুত্তর দিতে পারেননি। পরে জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেছি। তবে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ড।‘
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোরের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, ‘ডিজাইন অনুসারেই নদী খননের কাজ চলছে। তবে আমাদের ডিজাইন অনুযায়ী কিছু জায়গায় নদীর বেডেই বালু আছে; সেখানেই বালু উত্তোলন করা হচ্ছে। বালু বা মাটি যা-ই থাকুক, সেটাই খনন করা হচ্ছে। যাদের বাড়িঘর ভেঙেছে, তারা অবৈধভাবে সেখানে বসবাস করছে। নদীর ভেতর বানানো ঘরই কেবল ভেঙে পড়ছে। আর বালু উত্তোলন বা বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
এসডব্লিউ/এমএন/ডব্লিউজেএ/২২২০
আপনার মতামত জানানঃ