জাঙ্গাকি দুই ভাই মূলত গ্রিক ফটোগ্রাফার ছিলেন। তারা ১৮৭০ থেকে ১৮৯০ এর দশকে মিশরের বণিকদের নিয়ে কাজ করেছিলেন। তারা ভিক্টোরিয়ান মিশরের শেষদিকে কিছু বিখ্যাত ছবি তুলেছিলেন। যদিও তাদের বিষয়ে তেমন বেশি কিছু জানা যায় না। তারা সম্ভবত গ্রীক সাইপ্রিওট ছিলেন, যদিও এটাও মনে করা হয় যে তারা ক্রেট থেকে এসেছিলেন।
১৮৭০ এর দশকের শেষদিকে মিশরে তাদের ছবি প্রকাশের আগে তাদের ব্যাপারে কিছুই জানা যায়নি এবং এমনকি তাদের নাম পর্যন্ত জানা যায়নি। তাদের নামের আদ্যক্ষরগুলো ‘সি’ এবং ‘জি’ বলে মনে করা হয়ে থাকে। ২০ শতকের প্রথম দিকে একই ‘সি জাঙ্গাকি’ সম্বলিত কিছু ফটোগ্রাফিক পোস্টকার্ড চিহ্নিত করা হয়। অ্যালকিস এক্স জ্যানথাকিসের মতে, জাঙ্গাকি দুই ভাই মিলোসের (একটি গ্রীক দ্বীপ) বাসিন্দা ছিলেন এবং তাদের নাম ছিল জর্জিওস ও কনস্টান্টিনোস।
তাদের ফটোগ্রাফিগুলো ‘জাঙ্গাকি’ নামেই চেনা হত। যদিও কিছু বইয়ে আদ্যক্ষর ‘জেড’(Z)কে স্টাইল করতে গিয়ে ভুল করে ‘এল’(L) লেখা হয়েছিল। যার ফলে তাদের ফটোগ্রাফিগুলোকে ভুলভাবে ‘লাঙ্গাকি’ হিসাবে উল্লেখ করা হত।
সম্প্রতি ‘অ্যাডেলফয় জাঙ্গাকি’ নামে একটি সাইনবোর্ড আবিষ্কার করা হয় যেখানে ‘অ্যা জাঙ্গাকি’(A Zangaki) নামে একজন ফটোগ্রাফারের নাম পাওয়া যায়। এখান থেকেই নিশ্চিত হওয়া গেছে যে, ছবিগুলো মূলত জাঙ্গাকি ভাইদের। তাদের ছবিগুলোর অধিকাংশের শিরোনামই ফরাসী ভাষায় ছিল।
তারা তাদের বিখ্যাত ছবিগুলোর অধিকাংশই তুলেছিলেন ১৮৮২ সালে আলেকজান্দ্রিয়ায় গোলা বর্ষণের পরবর্তী সময়ে এবং ১৮৮০ এর দশকে মিশরের গ্র্যান্ড ট্যুরের জনপ্রিয়তা সম্পর্কে কিছু স্পষ্টভাষ্য মন্তব্যও রয়েছে। তাদের ছবিগুলোতে পিরামিডের নান্দনিক দৃশ্য, ফিনিক্স এবং শহর( যেমন, সুয়েজ বা আলেকজান্দ্রিয়া), মিশরীয়দের প্রতিদিনকার জীবনযাত্রা, গুরু ও শিষ্য, নীলনদের তীরবর্তী বাড়ির পুরুষ ও মহিলারা স্থান পেয়েছে।
লেখা ও ছবি সংগ্রহ: https://rarehistoricalphotos.com/
এসডব্লিউ/কেএইচ/২১৩২
আপনার মতামত জানানঃ