স্ট্যাচু অব লিবার্টির মাথা উন্মোচন করা হচ্ছে ১৮৮৫ সালে। স্ট্যাচু অফ লিবার্টি, একটি বিশাল নিওক্লাসিকাল ভাস্কর্য যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল। এটা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায়।দ্যা বিগ থ্রি’র কনফারেন্স: বা থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, আমেরিকান প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও সোভিয়েত ইউনিয়নের জোসেফ স্ট্যালিন। এই কনফারেন্সে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছিল তার মধ্যে কয়েকটি ছিল এমন: ১. নিঃশর্ত আত্মসমর্পণের পর জার্মানিকে দু’ভাগে ভাগ করা হবে। ২. জার্মানিকে ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে এবং মস্কোতে এ সংক্রান্ত একটি কমিশন গঠন করা হবে । ৩. পোল্যান্ডসহ ইউরোপ জুড়ে মুক্ত এলাকাগুলোতে গণতান্ত্রিক নির্বাচন হবে এবং নতুন সরকার গঠিত হবে। ৪. সোভিয়েতরা ওয়ারশ-তে যে প্রভিশনাল কমিউনিস্ট সরকার আছে সেটিও সম্প্রসারিত করবে।২য় বিশ্ব যুদ্ধের সময় এক জোড়া নতুন জুতা পাওয়ায় এক অষ্ট্রিয়ান বালকের উচ্ছ্বাস।এভারেস্টের চূড়ায় তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি।প্রথম আকাশে ওড়ার ছবি। ১৭ই ডিসেম্বর ১৯০৩, সেদিন মানুষ প্রথম পাখা মেলেছিল এবং উড়ে গিয়েছিল মাটি ছেড়ে। প্রথমে ১২ সেকেন্ড তারপর দিনশেষে প্রায় ১ মিনিটের মতো উড়েছিল,আর সেটিই ছিল মাইলফলক এক ইতিহাসের সূচনা। আমেরিকার ওহিওর বাই-সাইকেল মেকানিক দুই ভাই অরবিল ও উইলবার রাইট ছিলেন এর আবিষ্কারক।২৩ শে জুন ১৯৪০, প্যারিস পরিদর্শনে স্থপতি আলবার্ট স্ফেয়ারের সাথে হিটলার।
আপনার মতামত জানানঃ