সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে ইসরায়েলের পক্ষে কথা বলা বিপাকে পড়েন জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থীবিষয়ক ত্রাণ সংস্থা-আউএনআরডব্লিউএর পরিচালক ম্যাথিয়াস স্কামলে। ফিলিস্তিনে ইসরায়েলের হামলা নিয়ে মিথ্যা বলায় চাপের মুখে পড়ে তিনি তার ভুল বুঝতে পারেন। শেষে গত মঙ্গলবার (২৫ মে) তিনি তার বক্তব্যের জন্য ক্ষমা চান।
গাজাবাসীর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি এই অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক পাশবিক হামলায় নিহতদের প্রতি শোক ও সমবেদনাও জানিয়েছেন।
তিনি বলেন, গাজার বেসামরিক নাগরিকদের হত্যা করার কোনো ব্যাখ্যা থাকতে পারে না। গত দুই সপ্তাহ গাজা উপত্যকা ও সেখানকার অধিবাসীদের জন্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর।
এর আগে ইসরায়েলের পক্ষে কথা বলে প্রচণ্ড সমালোচনা ও নিন্দার মুখে পড়েন জাতিসংঘের এ প্রতিনিধি। তিনি গত সোমবার ইসরায়েলের ১২ নম্বর টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, কয়েকটি ব্যতিক্রম ছাড়া ইসরায়েল গাজার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি।
তিনি বলেছিলেন, ইসরায়েল বাহিনী গাজার সাধারণ মানুষকে আক্রমণ করছে না। তার এ বক্তব্যে হামাস ও ফিলিস্তিনের মানবাধিকার কর্মীরা প্রতিবাদ জানায়।
গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তাৎক্ষণিকভাবে স্কামলের ওই বক্তব্যের নিন্দা জানায়। হামাস ঘোষণা করে, আউএনআরডব্লিউএর পরিচালকের দায়িত্ব ফিলিস্তিনি শরণার্থীদের পৃষ্ঠপোষকতা দেওয়া, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি পাশবিক হামলার ব্যাখ্যা দেওয়া নয়।
আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে ১১ দিন ধরে হামলা চলে। গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ২০ মে রাত পর্যন্ত ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১২ জন নিহত হয়েছেন।
জেরুজালেমে ফের খুলছে মার্কিন কনস্যুলেট
ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে পুনরায় কনস্যুলেট জেনারেল চালুর মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধার এবং সংঘাতপূর্ণ গাজার পুনর্নিমানে সহায়তার কথা জানিয়েছে ওয়াশিংটন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম কনস্যুলেট সরিয়ে নেন। ফিলিস্তিনিদের সঙ্গে কূটনৈতিক চ্যানেল হিসেবে এই কনস্যুলেট বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে ফিলিস্তিনিরা। আবারও ওই কনস্যুলেট চালুর কাজ এগিয়ে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অ্যান্টনি ব্লিনকেন।
পশ্চিমতীরে ফিলিস্তিনি নেতাদের সঙ্গে সাক্ষাতের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, জেরুজালেমে যুক্তরাষ্ট্র তাদের কনস্যুলেট জেনারেল পুনরায় চালু করবে।
একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের পর অ্যান্টনি ব্লিনকেন বলেন, ফিলিস্তিনের উন্নয়ন ও অর্থনৈতিক সহায়তা হিসেবে ২০২১ সালে আরও সাত কোটি ৫০ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র। গাজায় তাৎক্ষণিক দুর্যোগ মোকাবিলার ত্রাণ হিসেবে দেওয়া হবে ৫৫ লাখ ডলার। আর জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থায় দেওয়া হবে তিন কোটি ২০ লাখ ডলার। তবে এসব অর্থ যেন কোনোভাবেই হামাস ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবারও মধ্যপ্রাচ্য সফরে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মিসর ও জর্ডান সফর করবেন তিনি। তার সফর উপলক্ষে গাজার বেসরকারি খাতের জন্য ওষুধ, তেল এবং খাবার প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
অ্যান্টনি ব্লিনকেন বলেন জেরুজালেমে মার্কিন কনস্যুলেট পুনরায় খোলা হবে ফিলিস্তিনি জনগণের সঙ্গে যোগাযোগ ও তাদের সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপায়।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন জেরুজালেমের কনস্যুলেটকে মার্কিন দূতাবাসের সঙ্গে একীভূত করে নেয়। পরে ওই দূতাবাস তেল আবিব সরিয়ে নেওয়া হয়। দীর্ঘদিনের মার্কিন নীতির এই ব্যত্যয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে ফিলিস্তিনিরা।
মার্কিন দূতাবাস আবারও জেরুজালেমে ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের নেই। তবে মেয়াদের প্রথম দিকেই তিনি ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্ক মেরামতে মনোযোগী হয়েছেন। গত এপ্রিলেই তিনি ফিলিস্তিনিদের ত্রাণ হিসেবে ট্রাম্পের বাতিল করা লাখ লাখ ডলার আবারও সচল করেন।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৮১২
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ