পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে একটি সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। খবর রয়টার্স।
বুধবার (৩০ এপ্রিল) এক্স প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘পাহেলগাম হামলাকে মিথ্যা অজুহাত হিসেবে ব্যবহার করে ভারত আগ্রাসী পদক্ষেপ নিতে পারে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।‘
গত সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন এলাকায় এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত অভিযোগ করেছে, এই ঘটনায় পাকিস্তানি সংশ্লিষ্টতা ছিল।
পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
তারার আরো বলেন, ‘যেকোনো আগ্রাসনের জবাব পাকিস্তান দৃঢ়ভাবে দেবে। এর ফলে যে কোনো আঞ্চলিক পরিণতির পূর্ণ দায়ভার ভারতের ওপরই বর্তাবে।‘
ঘটনার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। ভারত গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থার জন্য বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলাকারীদের শাস্তি দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত সামরিক অভিযান চালাতে পারে এমন পরিস্থিতি বিদ্যমান রয়েছে। তিনি জানান, পাকিস্তান উচ্চ সতর্কতায় রয়েছে। তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের অস্তিত্ব যদি সরাসরি হুমকির মুখে পড়ে, তবেই সেই পদক্ষেপ বিবেচনায় নেয়া হবে।
আপনার মতামত জানানঃ