নাসার মার্স রিকানিসেন্স অরবিটর (এমআরও) মঙ্গল গ্রহে হিমায়িত বালির অনেক টিলার অত্যাশ্চর্য কিছু ছবি তুলেছে। স্যাটেলাইট ছবিতে শিমের বীজের (কিডনি বিনস) মতো দেখতে এসব টিলায় গ্রহটির জলবায়ু ইতিহাস ও প্রাণের অস্তিত্বের সম্ভাবনার সূত্র নির্দেশ করে। এক প্রতিবেদনে জানিয়েছে মানিকন্ট্রোল ডট কম৷
এই ছবি ২০২২ সালের সেপ্টেম্বরে তোলা হয়, প্রকাশ করা হয়েছে গেল ২০২৪ সালের ডিসেম্বরে। বিজ্ঞানীরা বলছেন, শিমের বীজের মতো দেখালেও এগুলো আসলে মঙ্গল টিলাগুলোয় হিমের স্তর।
প্রকাশিত ছবির টিলাগুলো স্থির। পৃথিবীতে, বাতাসের সঙ্গে বালির দানা উড়ে গিয়ে টিলা ক্রমাগত স্থানান্তরিত হয়। তবে মঙ্গল গ্রহের টিলায় কার্বন ডাই অক্সাইড তুষারপাত বালির এই চলাচলে বাধা দেয়। মঙ্গলের উত্তরাঞ্চলে শীতের সময়, হিম একটি ঢাল তৈরি করে। যা বাতাসকে বালি তোলা থেকে বিরত রাখে। এটি ব্যাখ্যা করে, কেন টিলাগুলো বসন্ত পর্যন্ত হিমায়িত বলে মনে হয়।
বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের অতীত সম্পর্কে জানতে হিম-আচ্ছাদিত টিলাগুলো নিয়ে গবেষণা করছেন। যদিও এই হিম পানি নয়, কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি। এটি মঙ্গল গ্রহের ইতিহাসের সূত্র তুলে ধরে। মঙ্গল গ্রহে সময়ের সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড বরফ গ্যাসে পরিণত হয়। এটি বায়ুমণ্ডলকে ঘন করে তুলতে পারে, সম্ভবত তরল পানিকে প্রাণের জীবনধারণের জন্য যথেষ্ট পরিমাণে থাকতে দেয়।
আপনার মতামত জানানঃ