তুরস্কের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা উচিত বলে নেতানিয়াহু সরকারের কাছে সুপারিশ করেছে নাগেল কমিশন। উচ্চ পর্যায়ের এই কমিশনটি ইসরায়েলি নিরাপত্তা বাজেট এবং বাহিনী গঠনের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে।
গত সোমবার (৬ জানুয়ারি) ইহুদি রাষ্ট্রটির নিরাপত্তা অবস্থান সম্পর্কে একটি বিস্তৃত প্রতিবেদন দিয়েছে নাগেল কমিশন। এই দলের নেতৃত্বে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক জ্যাকব নাগেল।
নথিতে মধ্যপ্রাচ্যে ‘অটোমান যুগের প্রভাব পুনঃপ্রতিষ্ঠায়’ আঙ্কারার উচ্চাকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরে ইসরায়েলি সরকারকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, সিরিয়ার কিছু অংশ (রাজনৈতিক দলগুলো) তুরস্কের সঙ্গে জোটবদ্ধ। এখন সিরিয়া থেকে আসা হুমকি ইরানের হুমকির চেয়েও ভয়ঙ্কর কিছুতে পরিণত হতে পারে।
প্রতিবেদনে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, প্রতিরক্ষা সম্পদের ৭০ শতাংশ ‘আক্রমণাত্মক অভিযানের’ জন্য পুনঃবরাদ্দ করা এবং ২০২৫ সালের প্রতিরক্ষা বাজেট অতিরিক্ত ৯ বিলিয়ন শেকেল (২.৫ বিলিয়ন মার্কিন ডলার) বাড়ানো।
২০২৪ সালের শেষের দিকে হায়াত তাহরির-আল-শামের (এইচটিএস) নেতৃত্বে একটি আকস্মিক আক্রমণের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সিরিয়ার শাসক বাশার আসাদ। এরপর আঙ্কারা-দামেস্ক সম্পর্কের বরফ গলা শুরু হয়।তুর্কি কর্মকর্তারা দেশ পুনর্গঠনে নতুন সিরিয়ার নেতৃত্বকে সহায়তা এবং কুর্দিদের বিরুদ্ধে যৌথ অভিযানের দিকে নজর রাখছে।
এদিকে, আসাদের মৃত্যুর পর ইসরায়েল সিরিয়াজুড়ে বিস্তৃত বোমা হামলা শুরু করে। দেশটির সামরিক অবকাঠামো এবং উন্নত অস্ত্রশস্ত্র ধ্বংস করে ফেলা হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী গোলান মালভূমি থেকে জাতিসংঘ-প্রতিষ্ঠিত বাফার জোন দখলে নেয়। এরপর আরও এগিয়ে বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিরিয়ার অঞ্চল দখল করতেও এগিয়ে যায়।
ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের সমর্থক তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ২০২৩ সালের অক্টোবরে গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে টালমাটাল অবস্থায় রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গাজায় ইসরায়েলকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ ও ‘গণহত্যার’ দায়ে অভিযুক্ত করেছেন। গত নভেম্বরে এরদোগান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার ঘোষণা দেন।
আপনার মতামত জানানঃ