মেক্সিকোর সব রাজ্যেই এখন থেকে সমকামী বিয়ে বৈধ। দেশটিতে এ বিষয়ে ভোটাভুটির আয়োজন করা হয়। এতে অধিকাংশই এর পক্ষে মত দিলে দেশটিতে সমকামী বিয়ে বৈধতার পক্ষে রায় আসে। সংবাদ সংস্থা এপির খবর।
জানা যায়, সীমান্ত রাজ্য তামাউলিপাসের আইন প্রণেতারা বুধবার রাতে সমকামী বিয়েকে বৈধ করার জন্য ভোট দিয়েছেন।অনুমোদন দেওয়ার জন্য মেক্সিকোর ৩২টি রাজ্যের মধ্যে তামাউলিপাস সর্বশেষ ছিল৷
রাজ্যের সিভিল কোড সংশোধনের পরিমাপের পক্ষে ভোট হয়েছে ২৩টি, ১২টি বিপক্ষে এবং দুটি অনুপস্থিতিতে পাস হয়েছে।
পক্ষ এবং বিপক্ষ উভয় দলই বারান্দা থেকে চিৎকার চেঁচামেচি করলে বিধায়করা তাদের বিতর্ক এবং ভোট শেষ করার জন্য শেষ পর্যন্ত অন্য ঘরে চলে যান।
সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আর্তুরো জালদিভার ভোটকে স্বাগত জানিয়েছেন। তিনি টুইটারে লেছেন, “পুরো দেশ একটি বিশাল রংধনুতে জ্বলজ্বল করছে। সকল মানুষের মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচুন। ভালোবাসাই ভালোবাসা।
পুরো দেশ একটি বিশাল রংধনুতে জ্বলজ্বল করছে। সকল মানুষের মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচুন। ভালোবাসাই ভালোবাসা।
একদিন আগে, দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরোরোর আইনপ্রণেতারা সমকামী বিয়ের অনুমতি দিয়ে অনুরূপ আইন অনুমোদন করেছিলেন।
২০১৫ সালে, সুপ্রিম কোর্ট সমকামী বিয়ে প্রতিরোধকারী রাষ্ট্রীয় আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছিল। কিন্তু কিছু রাজ্য এই রায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আইন গ্রহণ করতে বেশ কয়েক বছর সময় নিয়েছে।
মেক্সিকো’তে বসবাসকারী সমকামীরা বহুদিন থেকেই সম-অধিকারের জন্য লড়াই করছিলেন৷ শহরের ‘গে’ এবং ‘লেসবিয়ান’ বহুল এলাকাগুলিতে সমকামীদের অনেকদিন থেকেই হাত ধরে চলা ফেরা করতেও দেখা যেতো৷ তবে সমাজের অভ্যন্তরে এখনও সমকামীতা’কে তীক্ষ্ণ নজরে দেখা হয়৷
১৯৯০ সালের আগ পর্যন্ত সমকামিতা নিয়ে বিস্তৃত পরিসরে আলোচনা হয়নি কখনো। এর বড় কারণ সমকামিতাকে তখনও একটি ট্যাবু মনে করা হত। এখনও অনেকে মনে করে। একে প্রকৃতিবিরুদ্ধ বলা বা ধর্মীয় বিধান টেনে এর গ্রহণযোগ্যতাকে অস্বীকার করা এখনও খুব স্বাভাবিকভানে নেয়া হয়। যার দরুণ সমকামিতাকে মানুষদের সমাজ পশুর ন্যায় মূল্যায়ন করা হতো এবং এখনও কোথাও কোথাও এটা করা হয়।
বিশ্বের প্রথম দেশ হিসেবে সমকামি বিয়ে বৈধ হয় নেদারল্যান্ডসে। ইউরোপের এই দেশটি এই ধরণের বিয়েকে বৈধতা দেয় ২০০১ সালে। আর ২০১১ সালে সমকামী বিয়ে বৈধ হওয়ার ১০ বছর পূর্তিও পালিত হয় দেশটিতে।
লাতিন অ্যামেরিকার প্রথম দেশ হিসেবে সমকামি বিয়ে বৈধ করে আর্জেন্টিনা। ২০১০ সালে এরকম বিয়ের বৈধতা দেয় দেশটি। এরপর ঐ মহাদেশের ব্রাজিল, উরুগুয়ে ও কলম্বিয়া ও বলিভিয়ায়ও সমকামী বিয়ে বৈধ করা হয়েছে।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৩৫০
আপনার মতামত জানানঃ