বিজ্ঞানীদের আশঙ্কা ছিল আগামীদিনে মানুষের কর্মক্ষেত্র দখল করে নেবে প্রযুক্তিতে মোড়া আস্ত রোবট। সময় যত এগোচ্ছে সেই আশঙ্কা যেন ক্রমশ বাস্তবায়িত হতে শুরু করেছে। আর এরই মধ্যে এক আশ্চর্য রোবট বানিয়ে তাক লাগিয়ে দিলেন ইলন মাস্ক।
তার সংস্থা টেসলা সম্প্রতি একটি অত্যাধুনিক রোবট বানিয়ে ফেলেছে। গতকাল টেসলার ‘এ আই ডে’ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিবসে এই রোবট উন্মোচন করেন ধনকুবের ইলন মাস্ক।
টেসলা প্রধান জানান, এই বিদ্যমান হিউম্যানয়েড রোবটগুলির মধ্যে বিভিন্ন সমস্যা সমাধান করার ক্ষমতা রয়েছে। এই রোবটের নাম দেওয়া হয়েছে ‘অপ্টিমাস’ (Optimus)। এদিন এই উন্মোচন অনুষ্ঠানে র্যাম্পে হাঁটতে দেখা যায় রোবটটিকে। ইলন মাস্কের উদ্দেশ্যে হাতও নাড়ে সে।
এই রোবটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইলন মাস্ক। এই ভিডিওতে টেসলার ক্যালিফোর্নিয়া প্ল্যান্টের একটি প্রোডাকশন স্টেশনে গাছে পানি দেওয়া, বাক্স বহন করা এবং ধাতব বার তোলার মতো সাধারণ কাজগুলি করতে দেখা যাচ্ছে রোবটটিকে।
— Tesla (@Tesla) October 1, 2022
ভিডিওর শুরুতে দেখা গিয়েছে মঞ্চের উপরে ধাতব দুই পাল্লায় দু’টি অ্যান্ড্রয়েডের হাত জুড়ে তৈরি করেছেন হৃদয়ের আকৃতি! দুই পাল্লা সরে যেতেই মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রোবটটিকে। সে একটু হেঁটে মঞ্চের একপাশে সরে গিয়ে হাত নাড়ে সামনে থাকা দর্শকদের উদ্দেশে। তার ভাবভঙ্গি দেখলে কে বলবে সে আদতে যন্ত্র!
মঞ্চের একপাশে দাঁড়িয়ে ছিলেন মাস্ক নিজে। রোবটটি তার দিকেও হাত নাড়ে। পরে মাস্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভিডিওটি। তিনি জানিয়েছেন, এই প্রথম কোনও রোবট মঞ্চে শিক্ষক ছাড়া একা একাই হাঁটল।
এই রোবটটি বাজারে বিক্রি করারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার মার্কিন ডলার। তবে ইলন মাস্ক জানিয়েছেন, দু একটা নয়, ভরা বাজারে বিক্রি করা হবে এটি। দাম যাতে কমানো যায় সেদিকেও দেখা হচ্ছে।
ভবিষ্যতে এই রোবটের আরও অনেক ইউনিট তৈরি করা হবে। এটি কারখানায় বিভিন্ন কাজ করার জন্যও সক্ষম। তবে এখনও প্রকৌশল দিক থেকে কিছু কাজ করা বাকি আছে।
আর এর পরই আর তিন থেকে পাঁচ বছরের মধ্যেই এই রোবট খোলা বাজারে বিক্রি করার পরিকল্পনা মাস্কের সংস্থার। আগেই উল্লেখ করা হয়েছে, দাম পড়বে রোবট পিছু ২০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ১৬ লক্ষ ৩০ হাজার টাকার মতো। তবে এখনও যে অপ্টিমাসকে নিখুঁত করে তুলতে আরও সময় লাগবে তাও জানাচ্ছেন মাস্ক। তাঁর কথায়, ”আর পাঁচ থেকে দশ বছরের মধ্যেই দুর্দান্ত হয়ে উঠবে অপ্টিমাস।”
সেই সঙ্গে মাস্ক জানিয়ে দিয়েছেন, অপ্টিমাস ‘পুরুষ’ হলেও ‘স্ত্রী’ অপ্টিমাসও আনবেন তারা। যা দাম পড়বে বলা হচ্ছে, সেই খরচে টেসলার বহু গাড়িই কেনা দুষ্কর। কাজেই সেই হিসেবে বেশ সস্তাতেই মিলবে অপ্টিমাস। কাজেই পকেটে রেস্তো থাকলে অনেকেই যে একটি আস্ত রোবোর মালিক হতে চাইবেন তা বলাই বাহুল্য।
উল্লেখযোগ্য বিষয় হল, এই অপ্টিমাস রোবোট ধাতব পদার্থ দিয়ে তৈরি হলেও ওজন মানুষের মতোই, ৭৩ কেজি। টেসলা যে প্রক্রিয়ার মাধ্যমে রোবটের হাত ডিজাইন করেছে এবং ক্র্যাশ-সিমুলেটর প্রযুক্তি ব্যবহার করেছে তা তারা বিশদভাবে বর্ণনা করেছে যাতে রোবটটি ভেঙে না পড়ে।
ইলন মাস্ক আরও জানান, মানব সভ্যতাকে রূপান্তরিত করে ভবিষ্যতে দরিদ্রতা কমাতে পারবে এই রোবট।
এসডব্লিউ/এসএস/১২৩০
আপনার মতামত জানানঃ