২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান রাজ্য থেকে সারা বিশের ছড়িয়ে পড়েছে মহামারি কভিড-১৯। গত এক বছরে এ ভাইরাসে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ১৪ লাখ ৭১ হাজার ৪৯৪ জন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। বাংলাদেশসহ বিশ্বজুড়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে করোনা প্রতিষেধকের জন্য- ‘কবে আসবে কভিড-১৯ ভ্যাকসিন’?
এখন পর্যন্ত কভিড-১৯ ভ্যাকসিনের কার্যকর সফলতা দাবী করা হচ্ছে ৪টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ডিসেম্বরে ২০২০ এর মধ্যে ভ্যাকসিন বাজারে নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেছেন তিনটি প্রতিষ্ঠান। ৪টি প্রতিষ্ঠানের আবিষ্কৃত কভিড-১৯ ভ্যাকসিনের তুলনামূলক পরিস্থিতি ছবিঘরে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হল।
[soliloquy id=”2368″]
আপনার মতামত জানানঃ