সন্ত্রাস, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে হাজী সেলিমের নাম। অন্যায় অনিয়মের পথ ধরেই তার উত্থান বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি ছেলে ইরফান সেলিমের ঘটনা দিয়ে আলোচনায় এলে তার বিরুদ্ধে সক্রিয় হয় প্রশাসন। দখল ও দুর্নীতির নানা অভিযোগ তদন্তে নামে বিভিন্ন সংস্থা। ইতোমধ্যে বেশ কিছু অভিযান চালিয়ে হাজী সেলিমের দখল থেকে বেশকিছু সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
হাজি সেলিমের যত অপকর্ম
মানুষের বাড়িঘর, সরকারি সম্পত্তি, স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় বা আর্থিক প্রতিষ্ঠানের সম্পত্তি হাজী সেলিমের দখলে নিয়ে জোর খাটিয়ে। বংশালে জোর খাটিয়ে হাজি সেলিম অসংখ্য মানুষের জায়গা-সম্পত্তি দখল করে নিয়েছে।
হাজি সেলিমের যত অপকর্ম
লালবাগের ৫৬/৩/বি রাজ নারায়ণ ধর রোডে লালবাগের তিনতলা বাড়ির মালিক মো: আজিম উদ্দিন। তাঁর তিনতলা ভবনটি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়ে জায়গাটি হাজী সেলিম দখলে নিয়ে নেন। গত ৯ বছর ধরে নানাভাবে চেষ্টা করেও জমিটি ফেরত পাননি আজিম উদ্দিন।
হাজি সেলিমের যত অপকর্ম
সেই নব্বইয়ের দশক থেকেই হাজী সেলিমের নানা অন্যায় অবিচার সয়ে আসছেন পুরান ঢাকার মানুষ। কথায় কথায় মানুষের প্রতি জুলুম নির্যাতনের কারণে হাজী সেলিম গত তিন দশক ধরে পুরান ঢাকার এক আতঙ্কের নাম। লালবাগ, চকবাজার ও হাজারীবাগ এলাকায় গড়ে তুলেছেন তার একচ্ছত্র আধিপত্য।
হাজি সেলিমের যত অপকর্ম
হাজী সেলিমের মূল টার্গেট থাকে বিবাদমান সম্পত্তি, সরকারি সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি। এমনকি, আদি বুড়িগঙ্গা নদীর জমিও দখল করার অভিযোগ আছে হাজী সেলিমের বিরুদ্ধে। মিটফোর্ড এলাকার ৪৭ নগগোলা রাজবাড়ি এলাকার প্রায় ২০০ পরিবার এখনো পথে পথে ঘুরছেন তাদের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য।
হাজি সেলিমের যত অপকর্ম
চকবাজার মোড়ের ১৬ তলা ভবন আশিক টাওয়ার মালিককে জোর করে বের করে দিয়ে সেই জায়গা দখল করে অভিযোগ আছে সেলিমের বিরুদ্ধে। ভবন তো দখল করার পর ওই ভবনের মালিককে পালিয়ে বাঁচতে হয়েছে।
হাজি সেলিমের যত অপকর্ম
বুড়িগঙ্গার আদি চ্যানেল কামরাঙ্গীরচরের রহমতবাগের পাশে বিশাল জায়গা দখল করে সেখানে ভবন নির্মাণ করেছিলেন হাজী সেলিম। এ নিয়ে গণমাধ্যমে লেখালেখি শুরু হলে প্রশাসন ওই ভবন ভেঙে ফেলে।
হাজি সেলিমের যত অপকর্ম
হাজী সেলিম ছোট কাটরা ও বড় কাটরা এলাকা নিয়ে হাজী সেলিম নগর নামকরণ করতে চেয়েছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক আন্দোলন সংগ্রাম করেছেন হাজী সেলিমের দখল থেকে তিব্বত হল উদ্ধারের জন্য, কিন্তু ব্যর্থ হয়েছেন।
We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.AcceptPrivacy policy