হেনানা প্রদেশে ভয়াবহ বন্যায় ৩০০ জনের মৃত্যুর তিন মাস না হতেই ফের বন্যা কবলিত হলো চীন। গেল সপ্তাহ থেকে মুষলধারে বৃষ্টির কারণে বন্যার কবলে পড়েছে চীনের উত্তরাঞ্চলীয় সানজি প্রদেশ। ভয়াবহ বন্যায় এই প্রদেশের ৭০ টির বেশি জেলা ও শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধস এবং ঘরবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ।
চীনের আবহাওয়া অফিস স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, উদ্ধার অভিযান চালানো হচ্ছে, কিন্তু ভারি বৃষ্টি এবং ঝড়ো বাতাসে কাজ করতে সমস্যা হচ্ছে উদ্ধারকর্মীদের।
বন্যাকবলিত এলাকায় ভূমিধসে চার পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে কর্তৃপক্ষ জানিয়েছে, সানজিজুড়ে ১৭ হাজার বাড়িঘর ধসে পড়েছে। জরুরি ভিত্তিতে স্থানান্তর ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এক লাখ ২০ হাজারের বেশি মানুষকে।
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, একটি ভূমিধসে প্রাণ গেছে চার পুলিশ কর্মকর্তার। বন্যা সংশ্লিষ্ট অন্যান্য ঘটনায় হতাহতের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে প্রবল মৌসুমি বৃষ্টির পর প্রদেশের ৭০টি জেলা ও শহরজুড়ে ভূমিধস হয়। এতে বিপুলসংখ্যক বাড়িঘর ভেঙে পড়ে।
হেনান প্রদেশে অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় তিন শতাধিক প্রাণহানির তিন মাস না পেরোতেই বন্যার কবলে পড়েছে সানজির বাসিন্দারা। হেনানের চেয়েও ভয়াবহ বন্যা চলছে সানজিতে।
প্রশাসনের বরাত দিয়ে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, অতিবৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। চীনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটিতে চলতি বছর বর্ষা মৌসুম দীর্ঘায়িত হচ্ছে। অতিবৃষ্টি ও ঝড় অব্যাহতভাবে চলছে বলে বাসিন্দাদের উদ্ধার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
সানজিতে রয়েছে বেশ কিছু প্রাচীন স্থাপনা। শৈল্পিক নিদর্শন হিসেবে বিবেচিত এসব স্থাপনা অতিবৃষ্টির ফলে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলেও শঙ্কিত প্রশাসন।
সানজির প্রাদেশিক রাজধানী তায়িইউয়ানে গত সপ্তাহের গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮৫ দশমিক ছয় মিলিমিটার। অথচ ১৯৮১ থেকে ২০১০ সাল পর্যন্ত অঞ্চলটিতে অক্টোবর মাসে বৃষ্টিপাতের গড় ছিল ২৫ মিলিমিটার।
তায়িইউয়ানে বন্যাকবলিত এলাকাগুলোতে বাসিন্দাদের সতর্ক করতে উদ্ধারকর্মীরা মেগাফোন ব্যবহার করেছে বলে জানা গেছে। সতর্কবার্তায় শিশু সন্তানদের মাথার ওপর তুলে ধরতে অভিভাবকদের অনুরোধ করা হয়। উদ্ধারকাজে নারী ও বয়স্ক ব্যক্তিদের সাহায্য করতেও পরামর্শ দেয়া হয়।
সানজি চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদনকারী প্রদেশ। অতিবৃষ্টির কারণে অঞ্চলটিতে খনি ও রাসায়নিক কারখানায় কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছে সরকার।
আগে থেকেই চরম বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে চীন। বন্দর ও কারখানায় বিদ্যুৎ ব্যবহার সীমিত করে দিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সরকার জানিয়েছে, সানজিতে ৬০টি কয়লা খনির, কয়লা নেই- এমন ৩৭২টি খনির এবং ১৪টি বিপজ্জনক রাসায়নিক কারখানায় কার্যক্রম বন্ধ আছে। ৪ অক্টোবর থেকে উৎপাদন বন্ধ আছে ২৭টি কয়লা খনিতে।
চলতি বছর বিরূপ আবহাওয়ার সাক্ষী হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল। ইউরোপের পশ্চিমাঞ্চল, এশিয়ায় চীনের হেনান, ভারত, আফগানিস্তান, আফ্রিকার নাইজারে বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। দাবদাহ ও দাবানলে বিপর্যস্ত উত্তর আমেরিকা ও ইউরোপ।
অতিবৃষ্টি, বন্যা, খরাসহ সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতাকে দায়ী করেছেন পরিবেশবিদরা। কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর কারণে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা।
এসডব্লিউ/এসএস/১২১৪
আপনার মতামত জানানঃ