লিঙ্গবৈষম্য দূরীকরণে সমকামী যুগলের জন্য এক যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে ভারতের এক বেসরকারি ব্যাংক। সমকামী যুগল ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন বলে আজ মঙ্গলবার এক ঘোষণা দিয়েছে ব্যাংকটি। ব্যাংকের এমন ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির সমকামীরা। এতে একসাথে অ্যাকাউন্ট খোলা গেলে কিছুটা হলেও সামাজিক স্বীকৃতি মিলবে বলে আশা তাদের।
সাধারণত, ভারতে সমকামী সম্পর্ক আইনত অপরাধ নয়। বিয়ের স্বাধীনতা এখনও না পেলেও সমকামী যুগল একসঙ্গে বসবাস করলে তা আইনের চোখে শাস্তিযোগ্য নয়। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের সে রায়ের তিন বছর পূর্তি উপলক্ষেই এলো বেসরকারি ব্যাংকের নতুন সিদ্ধান্ত।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার পাশাপাশি ফিক্সড ডিপোজিটেরও সুযোগ পাবে সমকামী জুটি। নমিনি হিসেবেও রাখা যাবে সমকামী সঙ্গীকে। ওই ব্যাংক থেকে করা স্বাস্থ্য বিমাতেও যুক্ত করা যাবে সঙ্গীর নাম।
ব্যাংকের ঘোষণা অনুযায়ী, ২০ সেপ্টেম্বর থেকে যেকোনও শাখায় সমকামী জুটির সঙ্গে জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট বা মেয়াদি আমানত খুলতে পারবেন গ্রাহক। শুধু তাই নয়, সেই অ্যাকাউন্টের নমিনিতেও সঙ্গীকে রাখতে পারবেন। এছাড়াও ব্যাংকের সমকামী সঙ্গীদের স্বাস্থ্যবিমার সুবিধা, ড্রেস কোডের স্বাধীনতাসহ একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছে ব্যাংক।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সমকামী বিয়ের আইনি অনুমোদনের দাবি নিয়ে আন্দোলন আরও জোরদার হয়েছে ২০১৮ সালের পর থেকে। তবে সে বিষয়ে এখনও তেমন কোনও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। এই পরিস্থিতিতে একটি ব্যাংকের এমন উদ্যোগ গোটা দেশেই রীতিমতো সাড়া ফেলেছে। ব্যাংকের তরফে জানানো হয়েছে, বিভিন্ন ধরনের মানুষকে সমান সম্মান দিতেই এই পদক্ষেপ করা হচ্ছে।
ব্যাংকের একজিকিউটিভ ডিরেক্টর রাজেশ দাহিয়া জানান, ‘লিঙ্গবৈষম্য দূরীকরণে, সমতার অধিকারে জোর দিতেই #ComeAsYouAre এর উদ্যোগ নিয়েছি আমরা। ভারতের জনগোষ্ঠীর মতো বৈচিত্র্য আর কোথাও নেই। সেই সংস্কৃতিকেই আরও একবার তুলে ধরতে ৩৭৭ ধারা বাতিলের দিনেই এই উদ্যোগ নেওয়া হল।’
‘লিঙ্গবৈষম্য দূরীকরণে, সমতার অধিকারে জোর দিতেই #ComeAsYouAre এর উদ্যোগ নিয়েছি আমরা। ভারতের জনগোষ্ঠীর মতো বৈচিত্র্য আর কোথাও নেই। সেই সংস্কৃতিকেই আরও একবার তুলে ধরতে ৩৭৭ ধারা বাতিলের দিনেই এই উদ্যোগ নেওয়া হল।’
বেসরকারি ব্যাংকটির এমন উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য ব্যাংকগুলোকে অনুপ্রাণিত করবে বলে মনে করছে ভারতের সমকামী সম্প্রদায়। ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ নথিতে একে অপরের নাম যুক্ত করা গেলে আগামীতে সম্পর্কের স্বীকৃতি পাওয়ার পথ সুগম হতে পারে বলে আশা সমকামীদের একাংশের।
বেসরকারি ব্যাংকের এই সিদ্ধান্ত বেশ খানিকটা এগিয়ে দিল তাদের লড়াই, বলছেন ভারতের অনেক সমকামী নাগরিক। একসঙ্গে অ্যাকাউন্ট খোলা গেলে কিছুটা হলেও সামাজিক স্বীকৃতি পাবে সম্পর্ক, মনে করছেন তাদের একাংশ। তবে এখনও অনেক বদল আনতে হবে, মনে করাচ্ছেন সমকামীরা। সমকামীদের অধিকার নিয়ে কাজ করেন আইনজীবী কৌশিক গুপ্ত। তিনি বলেন, একটি ব্যাংকের এমন পদক্ষেপ অন্যান্য ব্যাংক কর্তৃপক্ষকেও দিশা দেখাতে পারে।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৯২০
আপনার মতামত জানানঃ