ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের জলো দ্বীপে অবতরণ করার সময় সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়ে। এই ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ৪০ জনকে।
সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টায় দুর্ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা।
বিমান বিধ্বস্তের এই খবর নিশ্চিত করে তিনি বলেছেন, বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে উদ্ধারকারী দল। তারা উদ্ধারকাজ শুরু করে দিয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ১৭টি মৃতদেহ পাওয়া গেছে এবং মৃতের সংখ্যা আরও বাড়বে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় একজন কমান্ডার।
বিমানটি দক্ষিন ক্যাগান দে ওরো শহর থেকে সেনা পরিবহণ করছিল। মুসলিম প্রদেশ সুলুতে কয়েক দশক ধরে সরকারী বাহিনী আবু সাইয়াফ জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। জানা যায় সেখান থেকেই আসছিল এই সেনারা।
সূত্র মতে, এই সামরিক বিমানটি তিন পাইলট ও পাঁচ ক্রু সদস্যসহ মোট ৯২ জন আরোহী নিয়ে যাত্রা করছিলো। রানওয়ে মিস করায় এবং শক্তি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় ভগ্নাবশেষে আগুন লেগে যায় বিমানটির। সেখান থেকে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি থেকে এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংবাদমাধ্যম রয়টার্স আরও জানায়, বিমানে থাকা বেশিরভাগ আরোহীই সম্প্রতি সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের একটি যৌথ টাস্ক ফোর্সে কাজ করার জন্য ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।
এসডব্লিউ/এমএন/ওজেএ/১৭১৫
আপনার মতামত জানানঃ