বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সমাজের প্রত্যেকটা স্তর নষ্ট হয়ে যাচ্ছে। কোনোটা দলীয়করণ করে, কোনোটা আত্মীয়করণ করে নষ্ট করে ফেলা হচ্ছে। রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলা হয়েছে, অকেজো করে ফেলা হয়েছে। নির্বাচন কমিশন নামক একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নতজানু হয়ে পড়ে আছে।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বেচ্ছাসেবক দল দক্ষিণের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, দক্ষিণের সভাপতি এসএম জিলানী, সাংগঠনিক সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা সিকদার ও উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের গোলাম সারোয়ার, সাইফুল ইসলাম ফিরোজসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
আপনার মতামত জানানঃ