সম্প্রতি নাসার পারসিভারেন্স রোভার মঙ্গল গ্রহ থেকে একটি বিশেষ ধরনের পাথরের ছবি পাঠিয়েছে পৃথিবীতে। এই পাথরই রীতিমতো ধন্দে ফেলেছে বিজ্ঞানীদের। কারণ পাথরের মধ্যে রয়েছে মাকড়সার ডিমের মতো গোল গোল অংশ।
যেখানে রয়েছে, সেখানকার জিনিস নয়। কোথা থেকে এল, তাই নিয়েও ধোঁয়াশা। কিন্তু অন্য জগতের উপাদানই এবার নয়া তথ্য জোগান দিল গবেষকদের। মঙ্গল গ্রহ সম্পর্কে নয়া খবর জানা গেল এবার।
মাকড়সার ডিমের মতো ওই গোল গোল অংশগুলি কোনও রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হয়েছে বলে প্রাথমিক অনুমান। পাথরটিকে সেন্ট পলস বে নাম দিয়েছেন গবেষকরা। নাসার বিজ্ঞানীদের কথায়, এটি একটি ফ্লোট রক। কিন্তু ভাসমান পাথর বা ফ্লোট রক আবার হয় নাকি! গবেষকদের কথায়, এই নামটি প্রতীকী।
আদতে পাথরটি যেখানে পাওয়া গিয়েছে, সেখানে এর উৎস নয়। তাই একে ফ্লোট রক বলা হয়। নাসার গবেষকদের জানাচ্ছেন, এ পাথর মঙ্গল গ্রহের হারিয়ে যাওয়া ভূতাত্ত্বিক গঠনের সন্ধান দিতে পারে।
এমনও হতে পারে, পাথরটি কোনও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অন্য স্থান থেকে ওই স্থানে এসে পৌঁছেছে। গবেষকদের কথায়, কোনও ধূমকেতুর জেরেও এমনটা ঘটে থাকতে পারে। কোনও ধূমকেতু মঙ্গল গ্রহের মাটিতে আটকে যাওয়ার ফলেও বিক্রিয়া থেকে এমন পাথরের সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয় বলে মত গবেষকদের। সূত্র : হিন্দুস্তান টাইমস।
আপনার মতামত জানানঃ