গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগ ‘ডিপমাইন্ড’ এমন এক নতুন এআই মডেল প্রকাশ করেছে, যা জীববিজ্ঞানে বিপ্লব ঘটাতে পারে বলে দাবি গবেষকদের।
এমনকি ক্যান্সার চিকিৎসা থেকে শুরু করে প্রতিকূল পরিবেশে ফসল ফলানো, সকল ক্ষেত্রেই সম্ভাবনা দেখাচ্ছে নতুন আবিষ্কারটি।
এদিকে, জীবনের সকল অণু কীভাবে একে অপরের সঙ্গে ‘খুবই নির্ভুলভাবে’ মিথস্ক্রিয়া করে থাকে, সে বিষয়েও ভবিষ্যদ্বাণী দিতে সক্ষম ‘আলফাফোল্ড৩’ নামের এআই মডেলটি। ফলে, মানবতার সবচেয়ে বিধ্বংসী কয়েকটি রোগের জন্য নতুন ওষুধ এমনকি চিকিৎসা ব্যবস্থা তৈরির সম্ভাবনাও তৈরি হয়েছে এর হাত ধরে।
অবাণিজ্যিক গবেষকদের জন্য বিনামূল্যেই এ টুল ব্যবহারের সুযোগ দিচ্ছে ডিপমাইন্ড। এর লক্ষ্য, তারা যেন নতুন কোনও ওষুধ বা চিকিৎসা ব্যবস্থা আবিষ্কারের উদ্দেশ্যে এটি ব্যবহার করেন।
লন্ডনভিত্তিক কোম্পানি ডিপমাইন্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যার ডেমিস হাসাবিস বলেছেন, এ প্রোগ্রামে গবেষকরা এমন এক ‘টুলসেট’ পাবেন, যেটি ‘ওষুধ আবিষ্কারের যে প্রক্রিয়া, তার গতি ব্যপক বাড়িয়ে দিতে’ এবং ‘বৈশ্বিক জীববিজ্ঞান নিয়ে প্রচলিত ধারণা একেবারে বদলে দিতে পারে’।
গবেষকদের ব্যাখ্যা অনুসারে, প্রতিটি জীবন্ত কোষ যেসব ব্যবস্থায় পরিচালিত হয়, তার মধ্যে রয়েছে প্রোটিনের তৈরি ‘মলিকুলার মেশিন’, ‘ডিএনএ’, ‘লিগান্ড’ নামে পরিচিত ছোট অনু’সহ আরও অনেক কিছুই।
“এগুলো কীভাবে একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া ঘটায়, যেখানে এমন লাখ লাখ সমন্বয়ক ব্যবস্থা আছে, সেগুলো দেখে আমরা জীবনের বিভিন্ন প্রক্রিয়া সত্যিকার অর্থেই বুঝতে শুরু করতে পারি,” নিজস্ব ব্লগ পোস্টে লিখেছে ডিপমাইন্ড।
মডেলটিকে বিভিন্ন অণুর তালিকা দেওয়া হলে এটি এর সমন্বিত ৩ডি কাঠামো বানিয়ে অনুমান করে, অণুগুলো কীভাবে একে অপরের সঙ্গে এটে থাকবে।
ডিপমাইন্ডের দল বলেছে, অ্যালফাফোল্ড ৩’কে শক্তি দেয় ‘আলফাফোল্ড সার্ভার’ নামে পরিচিত বিনামূল্যের টুল, যা প্রচলিত সেরা উপায়গুলোর চেয়েও ৫০ শতাংশ বেশি নির্ভুল। এ ছাড়া, বিভিন্ন এমন অনুমান যা স্বাভাবিক উপায়ে বের করতে কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত লেগে যায়, সেগুলোও কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারে এটি।
ডিপমাইন্ডের পণ্য ব্যবস্থাপক ধাভান্থি হারিহারান বলেন, মাত্র কয়েকটি বাটন ক্লিক করার মাধ্যমে অগণিত জৈবিক অণু তৈরি করার ‘ওয়ান-স্টপ সলিউশন’ হল আলফাফোল্ড সার্ভার।
“প্রোটিন কীভাবে অন্যান্য অণুর সঙ্গে মিথস্ক্রিয়া ঘটায়, সে বিষয়টি অনুমান করার জন্য এ মুহুর্তে বিশ্বের সবচেয়ে নির্ভুল এআই টুল এটি।”
স্যার ডেমিস বলেন, এর পূর্বসূরী ‘আলফাফোল্ড ২’ কাঠামোগত জীববিজ্ঞানে যে ‘বড় মাইলফলক’ অর্জন করেছিল, তার ভিত্তিতেই নতুন মডেলটি তৈরি হয়েছে। উল্লেখ্য, মানবদেহে তৈরি প্রায় সকল প্রোটিনের কাঠামো অনুমান করেছিল এর আগের মডেলটি।
এদিকে, আলফাফোল্ড ৩-এর বিস্তারিত তথ্য প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’-এর সর্বশেষ সংস্করণে।
আপনার মতামত জানানঃ