গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকারকে হটিয়ে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় দলটি। নতুন সরকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে এমন কথা জানান বিএনপির নেতাকর্মীরা।
আজ শুক্রবার (০১ জানুয়ারি) ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান নেতাকর্মীরা। এসময় বর্তমান সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে।’
তিনি বলেন, ‘সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা সফল হব বলে বিশ্বাস করি এই ২০২১ সালে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ নিয়েছি—আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।
আন্দোলনে সফলতা আসছে না কেন—সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল। তারা জনগণকে ভোটের অধিকার বঞ্চিত করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, ‘২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি করে একটি দখলদারি সরকার প্রতিষ্ঠা করেছে। তারা দমনের মাধ্যমে গণতন্ত্রের জন্য জনগণের যে ন্যায়সংগত আন্দোলন, তা দমন করার চেষ্টা করছে।’
এ সময় তিনি বলেন, ‘ইতিহাস প্রমাণ করে কখনই দমনপীড়নের মধ্য দিয়ে মানুষের ন্যায়সংগত দাবিকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশে কখনো পারেনি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রতিটি বছর আমাদের জন্য নতুন শক্তি সঞ্চয় হবে এবং ফ্যাসিস্ট সরকারকে আমরা পরাজিত করতে সক্ষম হব।’
প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে নতুন বছরে ছাত্রদলের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন গণমাধ্যমকে জানান, স্বৈরাচারী সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই ছাত্রদলের লক্ষ্য ও উদ্দেশ্য। সংগঠনের পুনর্গঠন শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই আমরা।
এর আগে সকাল ৯ টার পর থেকে শহীদ জিয়ার মাজারে ছাত্রদল নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করে। এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটসহ সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের নিজেদের বলয়ের নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজারে ঢুকতে দেখা যায়। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতাকর্মীদের মিছিল ও শোডাউনে মুখরিত রাজধানীর ফার্মগেট থেকে আগারগাঁও এলাকা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন আশেপাশের এলাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তোলেন তারা।
এসডাব্লিউ/এমএন/কেএইচ/ ১৫২৭
আপনার মতামত জানানঃ