খাবার সরবরাহ করার লাল ব্যাগে ভরা মমি। তা ঘিরেই তোলপাড় পেরুতে। খাবারের ব্যাগ থেকে উদ্ধার হওয়া মমিটি ৬০০ থেকে ৮০০ বছরের পুরনো বলে অনুমান বিজ্ঞানীদের। পেরুর পুলিশ অভিযুক্ত যুবক জুলিয়ো সিজার বারমেজোকে গ্রেফতার করেছে। তার মানসিক সুস্থতার পরীক্ষা চলছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) পেরুর শহর পুনোতে নির্জন পার্কে বসে মদপান করছিলেন তিন জন। বেরসিক পুলিশ সেখানে হানা দিলে তাদের মধ্যে ২৬ বছর বয়সী যুবক সিজার বারমেজোর কাছে ‘পেডিডোস ইয়া’ লেভেলযুক্ত ফুড ডেলিভারি ব্যাগ পায়। যেখানে কোনো খাবার নয়, ছিল আস্ত একটি মমি। পেডিডোস ইয়া হলো ল্যাতিন আমেরিকায় জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ।
সূত্র মতে, শনিবার বিকেলে পেরুর পুনো শহরের একটি নির্জন পার্কে বসে মদ্যপান করছিলেন তিন যুবক, সেসময় পুলিশ তাদের কাছে থাকা ব্যাগ থেকে এই মূল্যবান মমিটি উদ্ধার করে, খবর সিএনএন এর।
পুনো অঞ্চলের ন্যাশনাল পুলিশের মুখপাত্র আন্তোনিও ওর্তেগা বলেন, “২৬ বছর বয়সী এক ব্যক্তির হাতে ‘পেডিডোস ইয়া’ লেখা একটি ডেলিভারি ব্যাগ দেখা যাচ্ছিলো। পেডিডোস ইয়া পেরুর একটি ফুড ডেলিভারি অ্যাপ।
সাধারণত তাদের সেই লাল রঙ এর ব্যাগে করে খাবার ডেলিভারি দেওয়া হয়। এই ব্যাগের ভেতরেই মমিটি পাওয়া যায়।”
সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গেছে, অভিযুক্ত ঐ ব্যক্তির নাম হুলিও সিজার বারমেজো। তিনি তার কাছে থাকা মমিটিকে ‘হুয়ানিতা’ বলে উল্লেখ করেছেন স্থানীয় গণমাধ্যমের কাছে।
তিনি আরও দাবি করেছেন যে, এই মমিটি তার ‘আধ্যাত্বিক প্রেমিকা’। এক ভিডিওতে হুলিও বলেন, “বাড়িতে তো এই মমিটি আমার ঘরেই থাকে, আমার সাথেই ঘুমায়। আমি তার যত্ন নেই।”
পেরুর সংবাদ সংস্থা আন্দিনা জানিয়েছে, ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মমিটি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের এবং এটি পুনোর পূর্বাঞ্চল থেকে সংগৃহীত।
এই মুহূর্তে মমিটি পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের জিম্মায় রয়েছে। মন্ত্রণালয় এটিকে জাতীয় সাংস্কৃতিক সম্পদ বলে আখ্যা দিয়েছে।
মঙ্গলবার একজন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, এ মামলার তদন্ত না হওয়া পর্যন্ত বারমেজোকে আটক রাখা হবে।
ইনকা সাম্রাজ্যের আগে ও পরে গড়ে ওঠা বিভিন্ন সভ্যতার শত শত প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে পেরুতে। এর আগেও দেশটির বিভিন্ন অঞ্চল থেকে একাধিক মমি পাওয়া গেছে।
পেরুতে মমি পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এখানে ইনকা সভ্যতা ছাড়াও আরও বেশ কিছু সভ্যতা বিভিন্ন সময়ে গড়ে উঠেছে। দেশটিতে শত শত প্রত্নতাত্ত্বিক স্থানও রয়েছে। এর মধ্যে অনেক সভ্যতাতেই মরদেহকে মমিতে রূপান্তরের প্রচলন ছিল।
২০২১ সালে পেরুর রাজধানী লিমার কাছাকাছি একটি প্রত্নতাত্ত্বিক স্থান থেকে আনুমানিক ৮০০ থেকে ১২০০ বছরের পুরনো একটি মমি উদ্ধার করা হয়।
এসডব্লিউএসএস/১৯৩০
আপনার মতামত জানানঃ